জানালার পাশের সিট ফাকা।
>>> জনৈক ব্যক্তি - একটু চাপেনতো??
---- আপনি ভিতরে যান
>>> আরে চাপেন, ভিতরে যান।
---- আরে না আপনি ভিতরে যান, সামনে নামব।
>>> তাহলে উঠেন।
---- আপনি কি আমাকে অর্ডার করছেন।
>>> হ্যাঁ । চাপেন।
----- পারবনা। আপনি সাইট করে যান।
>>> আপনিতো মিয়া খারাপ লোক।
----- সবাইকে নিজের মতো মনে কইরেননা।
>>> মাথা খারাপ।
----- তাইতো মনে হয়।
>>> সবাইরে নিজের চেয়েও খারাপ মনে করি।
----- নিজের সম্পর্কে তো আপনার উচু ধারনা।জানেনতো "নিজে যাকে
বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়"।
>>> ধুর মিয়া!! চুপ থাকেন।
----- কি ভাই ? গায়ে লাগছে? উচিত কথা বললে সবারই চিবি লাগে।
জনগন ))))) ভাই আপনারা থামেনতো।
>>> আরে ভাই !! থামি কেমনে, যেই পোলাপাইন চোহের মিহি তাকাইয়া কথা কইতে পারেনা, হেই পোলাপাইন কপালে পারা দিয়া কথা কয়।
----- যেমন কর্ম তেমন ফল।
>>> কি মিয়া কুমিল্লার ইতরের মতো ঝগরা শুরু করছেন।
----- গাজিপুর যে কুমিল্লার অন্তর্ভুক্ত আগে জানতাম না।
>>> আপনার বাড়ি গাজিপুরে????
----- হ্যাঁ। ক্যান??
>>> আরে আমার বাড়িওতো গাজিপুরে।
----- তাই নাকি !!!
>>> ছরি ভাই। আমার ব্যাবহারে মনে কষ্ট নিয়েন না।
----- না ভাই । আমি আপনার কাছে ছরি। আপনি আমার ব্যাবহারে মনে কষ্ট নিয়েন না।
>>> দ্যান ভাই, আমিই জানালার পাশে বসি।
----- আপনার সমস্যা হলে আমিই জানালার পাশে বসি।
>>> না ভাই, আমিই বসি।
এমন লোকালিজম (এলাকাপ্রীতি) থাকা ভালো। কি বলেন??? তবে লোকালিজমটা যদি নির্দিষ্ট এলাকার জন্য না হয়ে সমগ্র বিশ্বের জন্য হতো তাহলে প্রিথীবিতে তখন শুধু শান্তি আর শান্তি বিরাজ করতো।
আহা !!!!! কওওওওওত্ত ভালো হইতো ।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




