ফিরে আসার সুতোয় টান পড়েনা,
এতোই সুতো ছেঁড়া আমি?
বাড়ানো হাত পৌছুঁবেনা আর ঠাকুমার ঝুলি অব্দি?
অথচ গন্তব্যে আকাশকে বরাবর অসীম জেনেছি
কখনো জানতে চাইনি
তুমি কী ধারণে সক্ষম ততোদূর প্রান্তর যতোদূর পেরুলে
পলাতক হয় মানুষ?
জীবনের পক্ষে তর্ক শেষে জেনে যাই অস্তিত্ত্ব অমূলক
তবুও হাতছাড়া করিনা নিজস্ব পাথর
যদি গড়িয়ে যায় অন্তিম পাথর বেখেয়াল
নিজেকে মনে হবে খুব বেশী সিসিফাস?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




