
২০১১ সাল। ফেব্রুয়ারি। তখন আমি এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম। তখন ফাল্গুন মাস ছিলো। আমার এসএসসি পরীক্ষা নিয়ে কোন দুঃচিন্তা ছিলো না। “হায় হায় আমার এ্+ ছুটে যাবে। আমি ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারবো না। এমন দুঃচিন্তা ছিলো না।” যার কারনে পরীক্ষার মাঝেতে আমি ফাল্গুন মাস খুব উপভোগ করেছি।
নাতীশিতোষ্ণ আবহাওয়া, আমের মুকুলের গন্ধ, প্রকৃতির সুন্দর সাজ আমার মন কে খুব আনন্দিত করেছিলো। সেই সময়টি কতই ভালো গেছে। যাই হউক। বিয়ের পরে আমাদের এই ফাল্গুন মাস প্রথম। আজ আমের মুকুলের সুভাস পেয়ে সেই ২০১১ সালের ফাল্গুনের কথা মনে পড়ে গেলা। কতই সুন্দর গেছে সেই জীবন গুলা।
আবর মনে করুন ২০১৬ সাল। অনার্স ১ম বর্ষের পরীক্ষা চলছিলো। ১৫ই ফেব্রুয়ারি আমার একটি পরীক্ষা ছিলো। পরীক্ষার সেন্টার পড়েছিলো সরকারি তোলারাম কলেজে। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে কাইকারটেক ব্রীজ পরে। এটা নারায়ণগজ্ঞের নাম করা ব্রীজ। সেখানে প্রেমিক প্রেমিকারা ফুসকা খাচ্ছিলো। সেদিন তারা খুব সুন্দর করে সেজেছিলো। ওদের মেকাপ আর খাওয়া দাওয়া দেখে আমার খুব ভালো লেগেছিলো। আমার সেই ২০১৬ সালের ফাল্গুন মাস ও ভালো লেগেছিলো যদিও ১ম বর্ষের পরীক্ষা চলছিলো।
যাই হউক কাইকারটেক এর হাট বসে। এই হাট ১০০ বছর পুরানো। এখানে আগে নৌকাও বেচা কেনা হতো।

কাইকারটেক ব্রীজ, মোগরাপাড় ইউনিয়ন, সোনারগাওঁ, নারায়ণগজ্ঞ।


সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২২ রাত ৮:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



