
যখন অনার্সে পড়তাম তখন প্রায়ই গুলিস্থান আসতাম। এবং নতুন টাকা নিয়ে যেতাম। আর গুলিস্থানে আসলে; আমাকে জিপিও তে যেতেই হবে। জিপিও তে না গেলে আমার গুলিস্থান যাই নাই, এমন মনে হয়। মাজে মাজে আমার মনে হয় গুলিস্থান কোন থানায় পড়েছে? রমনা নাকি মতিঝিল?
গতকাল এই গুলিস্থান দিয়ে আসছিলাম। দেখলাম কিছু ছোট ছোট পোলপান গাজ্ঞার নেশার আসক্ত্। পুলিশ বা অন্য কেউ তাদের কিছু বলছে না। আমি তাদের কিছু বৃথা মোটিবেশন দিয়ে এসেছি। অতছ এই বয়সে কত ছেলে সংসারের হাল ধরে।

গুলিস্থানের আরেকটি আকর্ষণ হচ্ছে রাজধানী হোটেল। এখানে তিনটা রাজধানী হোটেল আছে। এখানে আসল রাজধানী হোটেল কোনটা সেটা নিয়ে আমার সন্দীয়ান আছি। যেদিন যেদিন আমার ইন্টারভিউ থাকতো আমি এখান থেকে নাস্তা খেয়ে নিতাম।
মাজে মাজে আমি চিন্তা করি। বাংলাদেশে ৬০% শিক্ষিত লোক ঢাকাতে বাড়ি বানাতে আগ্রহী। কি আছে ঢাকাতে? জ্যাম, ময়লার গন্ধ, জলাবদ্ধতা ছাড়া ঢাকাতে কিছু দেখি না। কবে যে ঢাকা লন্ডনের মত হবে....?
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



