
এটা হচ্ছে আমাদের নানী বাড়ির নিকটস্থ গোরস্থান। এখানে অনেক মৃতব্যাক্তি কে দাফন করা হয়েছে।
ছবি তুলার স্থান: ভবেরচর কেন্দ্রীয় গোরস্থান, ইউনিয়ন: ভবেরচর, উপজেলা: গজারিয়া, মুন্সীগঞ্জ। ইহা ঢাকা চট্টগ্রাম রাস্তার পাশেই।
গুগল পজিশন: গোরস্থান
অনেকদিন পর আমি নানী বাড়িতে এসেছি। আবং আমি আমার মরহুম নানার জন্য দোয়া করেছি। আমার নানা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ঢালী। তিনি মারা গিয়াছেন ডিসেম্বর এর ১০ তারিখ ২০১০ ইং।
গোরস্থান এসে আমার কেমন যেন অদ্ভত অনুভূতি হয়েছি। কেমন যেন শান্তিদায়ক অনুভূতি। কোন চিন্তা নাই, কোন পিছু নাই নাই। কোন দুঃচিন্তা যন্ত্রণা দিচ্ছে না। এখানে এসে সব কিছু শেষ হয়ে যায়।
কত চেয়ারম্যান, কত মেম্বার, কত মোড়ল মারা যাবার পর এখানে দাফন করা হয়েছে। কত খারাপ লোক, কত সন্ত্রসী, কত মাস্তান মৃত্যুর কাছে হার মেনেছে।
অনেক ভালো মানুষও মারা গেছেন। তাদের কেও এখানে দাফন করা হয়েছে।
একটা জিনিস খেয়াল করুন। আমাদের ইদুর দৌড় প্রতিযোগিতা এখানে এসে শেষ হয়। কত না Race, এত শত টেনসান, মৃত্যুর পর সব মূল্যহীন।
মৃত্যু এমন একটি বাস্তব জিনিস, যাকে কেউ অবিশ্বাস করতে পারবে না। আপনি বিজ্ঞানী হন বা মূর্খ হন। মৃত্যু কে বিশ্বাস করিতে হবে। আপনি ভালো মানুষ হউ বা খারাপ মানুষ। আপনি মৃত্যুকে অবিশ্বাস করতে পারবেন না।
আপনি নিরীহ মানুষ হউন বা গুন্ডা মাস্তান হউন, মৃত্যুর কাছে আপনাকে হার মানতে হবে।
আপনি আস্তিক হন বা নাস্তিক হউন, মৃত্যুকে কি অস্বীকার করতে পারবনে?
আপনার বয়স যখন ৬০ বা ৭০ বছর হবে তখন এই দুনিয়া কে মূল্যহীন হয়ে যাবে। তখন আপনার এই হেডান, হুডাং গিরি কে সব মূল্য হীন হয়ে যাবে।
মৃত্যুর কাছে ধনী গরিব, ভালো মন্দ, বিসিএস ক্যাডার বা নরমাল কর্মচারী, আমেরিকান, রাশিয়ান, নিরীহ বা গুন্ডা, আস্তিক নাস্তিক কারো ধার ধারে না। মৃত্যু আর করব নিরোপেক্ষ বিষয়।
দুই দিনের এই দুনিয়া, আসুন আমরা সবাই মিলে মিশে থাকি।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



