আজ ২১ শে ফেব্রুয়ারি ২০২৩। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য শহীদ হয়েছেন রফিক, জাব্বার, সালাম সহ আরো অনেকে। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করতে পারি। তাই ভাষা শহীদের প্রতি আমার শ্রদ্ধা।
ফেসবুক সহ ইন্টারনেট এর অন্যান মাধ্যমে বাংলা অক্ষরে মন ভাব প্রকাশ করতে পারি। মোবাইল ও লেপটপে বাংলা ইন্টারফেস আছে। এর জন্য ইজ্ঞিনিয়ারদের আন্তরিক অভিনন্দন।
আজ ঐ খানে। মানে ধার্মিক পাড়া। এখনে মেলা হচ্ছে। সবাই আনন্দ করছে। হয়তো ভাষা শহীদ ও ইজ্ঞিনিয়ারদের ভুলে গেছে।
আমি সকল ভাষা কে সম্মান করি। বাংলা, হিন্দী, উর্দু, আরবি, চাইনিজ, তামিল সকল ভাষাকে সম্মান করি। কোন কোন মা কোন না কোন ভাষায় তার সন্তান কে ভাষা শিক্ষা দেয়। হউক সেটা বাংলা, ইংরেজী, উর্দু, আরবি। হয়তো বা অন্য কোন গ্রহে কোন এলিয়ানদের নিজস্ব ভাষা আছে। সেই ভাষাকেও সম্মান করি।
আমাদের নিজেদের প্রয়োজনে ইংরেজী, চাইনিজ ও আরবি ভাষা শিখা উচিত। ইংরেজি ভাষা শিখলে ইউরোপ, আমেরিকা; আরবি শিখলে মধ্যপ্রাচ্য, চাইনিজ ভাষা শিখলে চীনের সাথে ব্যাবসায়িক সম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব। নিজেদের ঠেকার জন্যই এসব ভাষা শিখা উচিৎ।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯