আমাদের এসএসসি পরীক্ষা শুরু হয় ০১-০২-২০১১ তারিখ থেকে। আর আমার লিখিত পরীক্ষা শেষ হয় ১০-০৩-২০১১ তারিখ। আমার গ্রুপ ছিলো ব্যাবসায় শিক্ষা। আমি হিসাববিজ্ঞানে খুব কাচা ছিলাম। আমার কোন এক মামা “ব্যাবসায় শিক্ষা” নেওয়ার জন্য খুব পাম্প দেয়। ব্যাবসায় শিক্ষা খুব সহজ। সরকারি চাকরি সহজে পাওয়া যায়। ব্যাংকে চাকরি পাওয়া যায়। ইত্যাদি ইত্যাদি। ব্যাবসায় শিক্ষা নিয়ে আমি একাউন্টিং এ বার বার ধরা খাইতাম। শুধু মাত্র এসএসসি পরীক্ষার সময় হিসাববিজ্ঞানের গণিত গুলো সামাধান করতে পেরেছি। আর বাকি সময় টেনে টুনে পাশ করেছিলাম।
যাই হউক। আসল কথায় আসি। ০১ তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হয়। ঐ দিন ছিলো বাংলা ১ম পত্র পরীক্ষা। সৃজনশীল বাংলা পরীক্ষার ২য় ব্যাচ। আমাদের আগের বেইসের বড় ভাইয়েরা বাংলা আর ধর্ম বিষয়ে সৃজনশীল দিয়েছে।
ঐ দিন মনে করেন খুব নার্ভাস লাগতেছিলো। মনে করেন আপনি কোন মেয়েকে আইলা ভিউ বলতেন। যেমন নার্ভাস ফিল করার কথা ঐ রকম নার্ভাস। পরীক্ষার সেন্টার আমাদের বাসা থেকে বেশী দূরে ছিলো না। হেটেই যাওয়া যায়। হেটে হেটে রওনা দিলাম। রিস্কা নিলেও পারতাম। কিন্তু রাস্তায় খুব জ্যাম ছিলো।
পরীক্ষার সেন্টারে গিয়ে আমার প্রসাব ধরে। প্রসাব করে আবার হলে আসি। দুই ঘন্টা না যেতেই আবার প্রসাব ধরে। কত্যবরত শিক্ষক সবাই কে প্রসাব করার অনুমতি দেয় আমাকে প্রসাব করা অনুমতি দেয় না।
যাই হউক। পরীক্ষার খাতা পেলাম। খুব সাবধানে রোল নাম্বার, রেজিষ্ট্রেশন নাম্বার লিখলাম। ও খুব সতর্ক ভাবে ওএমআর পূরন করলাম। ওএমআর পূরন করার সময় খুব যন্ত্রণা হচ্ছিলো। যাই হউক। লিখিত পরীক্ষা শেষ করলাম। এমসিকিউ এর খাতা দিলো। পরীক্ষা দিলাম। পরীক্ষা শেষে সবার আগে প্রসাব করতে গেছি।
পরীক্ষার প্রথম দিন সব সময় রাস্তায় জ্যাম থাকে। আমাকে পরীক্ষার হলে এগিয়ে দেবার জন্য আম্মু, খালা, ছোট ভাই সিয়াম, থালাত্বো ভাই তৌসিম, মিজান ভাই ও আরো অনেকে আসে। পরীক্ষার্থী আমি একা। আর সাথে ৫ থেকে ৬ জন অভিবাবক। এমন প্রত্যেক শিক্ষার্খীর পিছনে ৫ জন করে অভিবাবক আসলে রাস্তা তো ব্লক হবেই।
১৫-০২-২০১১ তারিখে আমি হিসাববিজ্ঞান নামক যন্ত্রনা থেকে মুক্তি পাই। আর ২২-০২-২০১১ তারিখে আমাদের গণিত পরীক্ষা হয়। গণিত পরীক্ষার আগে এক সপ্তাহ ছটি পাই।
০১-০৩-২০১১ ইং তারিখে একটি নকিয়া ৫১৩০ মোবাইল কিনি। যেটা দিয়ে আমি প্রথম ফেসবুক চালাই। তাও অপেরা মিনি ওয়েব ব্রাউজার দিয়ে।
আমার প্রথম পরীক্ষার সময় আব্বু ছুটি পায় নাই। ০৬-০৩-২০১১ ইং তারিখ ব্যাবসায় উদ্যেগ পরীক্ষার সময় আব্বু আমাকে এগিযে দিয়ে আসে।
১০-০৩-২০১১ তারিখ সকালে আমার অপসনাল সাবজেক্ট কম্পিউটার পরীক্ষা হয়। এই কম্পিউটার পরীক্ষা, মানে শেষ পরীক্ষা দিয়ে যখন পরীক্ষার হল ত্যাগ করি, তখন অন্য রকম ফিলিং হয়।