০১। এখন আর কেউ বিটিবি দেখে না। আগের মত কেউ এন্টিনিয়ার ও লাগায় না।
০২। আগের মত পোস্ট মাষ্টার কে বাড়ি বাড়ি যাওয়া লাগে না। পোস্ট অফিসে কেউ মানি অর্ডার করে না।
০৩। এখন আর আগের মত ইলিশ মাছে স্বাদ, ঘ্রাণ পাওয়া যায় না।
০৪। এখন আর কেউ সিটিসেল মোবাইল চালায় না।
০৫। এখন আর কেউ মাটির চুলায় রান্না করে না। এখন অনেকেই বাবু সাব।
০৬। মোল্লা লবন, আসল কচকো সাবান, পচা সাবান, নাবিস্কো বিস্কুট ইত্যাদি এখন সোনালী অতীত।
০৭। উইন্ডোস ৯৮, উইন্ডোস এক্সপি, প্লপি ডিঙ্ক, সিডি, ২৫৬ এমবি, ৫১২ এমবি, ১ জিবি মেমরি কার্ড, এখন খুজে পাওয়া যাবে না।