আপনারা অনেকেই জানেন আমার বাসা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সাথে। গত বছর মে মাসে আমাদের মাষ্টার্স পরীক্ষা চলছিলো। সে জন্য আমি একমাস বাড়িতেই ছিলাম।
যারা জানেন না, তাদের জন্য বলছি। আমি এসএসসি থেকে মাষ্টার্স পযর্ন্ত পাশ করি নানীর বাড়িতে। এখন আসল কথায় আসি। বাড়িতে আমাদের আম ও কাঠাল গাছ আছে। আমি কি করতাম জানেন? আম খেয়ে ও কাঠাল খেয়ে বীজ গুলো রেখে দিতাম। পরে বিকালে বা অবসর সময়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক এর পাশে ঐ বিচি গুলো ফেলে দিতাম।
ঐ বীজ থেকে গাছ হবে। গাছ হবে। গাছ বড় হবে। গাছ ফল দিবে। সেই ফল খেয়ে অধিকাংশ মানুষ তৃপ্ত হবে। এই দৃষ্টিকোণ থেকে আমি ঐ সব স্থানে বীজ ফেলে দিয়েছিলাম।
পরে কোন স্থানে যে বীজ গুলো ফেলে দিয়েছিলাম সেগুলো আর আইডেন্টিফাই করতে পারি নাই। যার কারনে আমি জানতে পারি নাই যে ঐ স্থানে গাছ হয়েছে কিনা।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৩৪