
অনেক দিন পর আমি আজ এই হোটেলে নাস্তা করেছি। খুব তৃপ্তি করে নাস্তা করেছি। এই হোটেল এর নাম বাংলা রেস্তেরা। ঠিকনা: ভবেরচর বাসস্ট্যান্ডম ভবেরচর, গজারিয়া, মন্সীগঞ্জ। দুইটি তুন্দুল রুটি আর এক বাটি ডাইল ও সবজি। উনার হোটেলের ডাইল ভাজি খুব টেস্টি। যারা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সকাল ৮ টা ৩০ মিনিটের মধ্যে যাতায়াত করলে এই হোটেলে খেয়ে যেতে পারেন।
২০০৯ সালে আমি ক্লাস নাইনে ভর্তি হই। তখন থেকে আমি এই হোটেলে নিয়মিত খাবার খেতাম। বিশেষ করে ওদের ডাইল ও ভাজি। ২০০৯ সাল থেকে এই পযর্ন্ত প্রায় পাচঁ ছয়বার এই হোটেল কে সংস্কার করা হয়েছে। সেপ্টেম্বর/অক্টোবর মাসে নিম্মচাপ ওঠে। সারা দিন রাত বৃষ্টি পড়ে। সকালেরে বৃষ্টি উপেক্ষা করে, গরম তুন্দুল রুটি আর ডাইল ও সবজি খাওয়ার যে টেস্ট সেটা ঢাকার কোন হোটেলে পাবেন না। গুগলে 23°33'31.6"N 90°39'20.6"E লিখে সার্চ দিলে এই হোটেল পাবেন। বা লিংকে টিপ দিবেন। তাহলে হোটেল এর লোকেশন এসে যাবে।

সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২৪ রাত ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




