
ঢাকা জিপিও, বাংলাদেশের পোস্ট অফিসের অভিভাবক বলতে পারেন। চলুন ফিরে যাই ১৯৮০ সালের কথা। তখন ব্যাংক এবং মোবাইল ফোন ছিল না। সরকারি অফিস ছাড়া তেমন টেলিফোনের ব্যবস্থাও ছিল না। বড় ব্যবসায়ী ছাড়া কেউ টেলিফোন ব্যবহার করতেন না। নগদ এবং বিকাশের মতো সেবার কথা তখন কল্পনাও করা যেত না।

নূরে আলম, বয়স ১২ বছর, মাত্র ষষ্ঠ শ্রেণিতে উঠলেন। নতুন বই ভিপি যোগে আসার কথা। সন্ধ্যায় পোস্টমাস্টার হাজির হলেন বই নিয়ে। নতুন বই পেয়ে নূরে আলম খুব খুশি।
জুলাই মাসের সাত তারিখ। রফিক সাহেবের স্ত্রী এবং রফিক সাহেবের বাবা মানি অর্ডার এবং চিঠি পেয়েছেন।

আমি আরও দুইজনকে মানি অর্ডারের মাধ্যমে ঈদের সেলামী পাঠিয়েছি। আমার কাছে যদি আরও টাকা থাকতো, তাহলে লুঙ্গি কিনে ডাকযোগে পাঠাতাম।
এই ছিল তখনকার সময়ের ঢাকার জিপিও এবং আমাদের জীবনের ছোট ছোট আনন্দের গল্প। সময় বদলেছে, কিন্তু সেই স্মৃতিগুলো আজও মুরব্বীদের হৃদয়ে অম্লান।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৪ সকাল ৭:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




