দেশের সামাজিক ও রাজনৈতিক আবহাওয়া খারাপ। দেশের আইন শৃঙ্খলা খুবই বাজে। হত্যা, লুন্ঠন, চাঁদাবাজি, ধর্ষন, প্রকাশ্যে গুলি করা ইত্যাদি বেড়েই চলছে। ব্যাংকগুলো প্রায়ই দেওলিয়া।
ফেসবুক ইউটুব খুললেই ভুয়া খবর, এআই দিয়ে বানানো ভিডিও। এগুলো আবার জনগণ বিশ্বাস ও করছে। ভিউ, লাইক, কমেন্ট পাবার জন্য এসব করছে, একদল অসাধু কনটেন্ট ক্রিয়েটর।
চাকরি সল্পতা। তারমধ্যে অধিকাংশ গার্মেন্স, মেইল-ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। চাকরি হারাচ্ছে অনেক লোক। চাকরি হারানো লোকেরা চুরি ডাকারি করে সংসার চালাবে।
আমি ফ্রিল্যান্সিং করে আয় করতাম। আর্ন্তজাতিক মার্কেট ও দেশীয় মার্কেট এখন ডাউন। আব্বু সরকারি চাকরি করেন। তাই একটু রক্ষা।
কি আর লিখুম!! আমি আপনাদের মত টক শো এর ভদ্র ভাষায় বিজ্ঞ লোকের মত কথা বলতে মনে চাচ্ছে না।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


