

আমার সাবেক স্ত্রী এর নাম রিয়া। তখন বেকার ছিলাম। তাই আব্বুর সরকারি কোয়ার্টারে থাকতাম। তখন আমার আব্বু গাইবান্ধা তে পোস্টিং ছিলো। রিয়ার সাথে আমার যখন সর্বশেষ রেল ভ্রমন ছিলো তখন গাইবান্ধা থেকে ঢাকায় আসি।
ট্রেন থেকে নামি সম্ভবত সকাল ৮ টা।

তারপর আমার বউ রিয়া ও আমি ভিআইপি বিশ্রামাগারে যাই, এবং রিফ্রেশ হই।
তারপর কমলাপুর থেকে সোজা শ্বশুর বাড়ি (দাউদকান্দি, কুমিল্লা) যাই।
গাইবান্ধা যাবার জন্য টিকিট সংগ্রহ করি। রিয়ার সাথে আলোচনা করে দুইটা টিকেট ক্রয় করি৷ সে সময় মনে হয় সার্ভার ম্যানেজমেন্ট এর দায়িত্ব সহজ ডট কম নিচ্ছিলো।
যাই হউক ২০ মার্চ ২০২২ আমি স্টেশনে যাই। রিয়া সাথে নাই। তার "মা" তাকে আসতে দেয় নি। আমি গাইবান্ধা চলে যাবার পর রিয়া মোবাইল বন্ধ করে দেয়।

ট্রেন ছাড়ার আগে আমি এখানে বসে ছিলাম। রিয়া সাথে না আসায় মন খারাপ ছিলো।
০২ এপ্রিল তার জন্ম দিন ছিলো। তার মোবাইল বন্ধ থাকার জন্য তাকে "শুভ জন্মদিন" বলতে পারি নাই। তাকে নববর্ষের শুভেচ্ছা ও ঈদ মোবারক বলতে পারি নাই৷
তারপর ৩০-০৫-২০২২ তারিখ আমার শ্বশুর আসে এবং তালাকের প্রস্তাব দেয়। ১৯-০৬-২০২২ তারিখ আমাদের বিবাহ বিচ্ছেদ হয়। সো আমাকে কেন তালাক দিয়েছে, তা জানি না। জানার কোন সুযোগ নাই৷
আমি যে যৌন অক্ষম, সেটা না। রিয়া যে চরিত্রহীন সেটাও না। তারপরও তালাকের মত দুর্ঘটনায় আমার হৃদয় ভেঙে গেলঁ।
আল্লাহ রিয়া কে সৃষ্টিকর্তা সুখে রাখুক।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২২ রাত ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




