
অনন্ত আমার প্রিয় নায়ক। আমি সেই ২০১৩ সাল থেকে আমি তাহার ভক্ত। এই দিন দ্যা ডে ফিল্ম আমি দেখবই দেখবো। কিন্তু সময়ের অভাবে সিনেমা হলে যাওয়া হচ্ছে না। অনন্ত জলিল যদি ডিভিডি বাহির করিতেন তাহলে ১০০০ টাকা দিয়ে হলেও সেই ডিভিডি ক্রয় করতাম।

আমি মীম এর ও ভক্ত। মীম কে কেউ স্পর্ষ করলে আমার হিংসে হতো। আমি মীমের আগে বিয়ে করেছিলাম। বিয়ে করার পর এই “হিংসা” ভাব টা চলে গেছে। এই ২০২২ সালে তার সিনেমা পরান মুক্তি পায়। এই সিনেমা তে সম্ভবত পরীমনির স্বামী অভিনয় করুক।
ভারতে অমিতাভ বাচ্চনের সাথে কোন নায়কের ব্যাক্তিত্ব যাবে না, ঠিক তেমনি বাংলাদেশে কোন নায়কের সামনে অনন্ত জলিতের ব্যাক্তিত্বের সামনে কিছুই না।
ইদানিং দেখা যাচ্ছে সিনেমা ফিল্ড এ পরীমনির জামাই এবং অনন্ত এর সাথে স্নায়ু যুদ্ধ হচ্ছে। অনেকে অনন্ত জলিল কে নিয়ে হাসি, তামাশা, ঠাট্টা মশকরা, ট্রল করছে। যা আমার মনে আঘাত করছে। তাই আমি সবাই কে বলতে চাই অনন্ত জলিল হচ্ছে এই সময়ে নায়কদের নায়ক মহানায়ক অনন্ত জলিল।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০২২ দুপুর ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




