
বাংলাদেশে একটি রীতি চালু হয়েছে। সেটা হচ্ছে জন্মদিনে ব্যাক্তিকে বেধে তার উপরে পচা ডিম ও পচা টমেটু মারা হয়। ওদের সাথে এমন কেন করা হয় জানেন? কারন যে পচা ডিম ছুরে মারে আর যার উপর পচা ডিম পড়ে; দুই জনেই জারজ সন্তান। জারজ সন্তান না হলে তারা কেমন সন্তান সেটা আমার কমেন্ট বাক্স তে লিখে যান।
আর আমি আমার জন্মদিনে মানুষ কে গাছ উপহার দেই। গাছ রোপন করি। মানুষকে খাওয়ানোর চেষ্টা করি। কাজী হাসান সোনারং এর বাগান থেকে আমার জন্মদিন উপলক্ষে একটি গাছ উপহার দেয়া হয়।
আমি নিয়মিত কাজী হাসান সোনারং এর বাগানে যাতায়াত করি। তিনি আমার মাঝে বৃক্ষ রোপনের উৎসাহের বীজ রোপন করেছেন। তাই আমি আমার আব্বুর সরকারি কোয়ার্টারে বৃক্ষ রোপন করেছি। এবং একটি আম গাছের বীজ রোপন করি। সেখান থেকে একটি গাছ জন্মায়।
শুধু তাই না। এবার আমার নানী বাসাতে এবং ঢাকা চট্টগ্রাম রাস্তার পাশে অনেকগুলো আমের ও কাঠালের বীচি ফেলে দিয়ে এসেছি।

আমার অন্যতম একটি প্রিয় গাছ Euphorbia tithymaloides টি আমার প্রাণ প্রিয় খালাত্বো বোন, আমাদের ছোট পরী কে উপহার দেই। সে গাছটি পেয়ে খুব খুসি হয়।
জন্মদিনে এমন ভালো কাজ করা উচিৎ যেটা করলে সবাই খুসি হয়।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২২ রাত ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




