
২০২০ সালের সেপ্টমবর মাস। লক ডাইন অনেক খানি শিথিল। তবে অনেকে মাক্স পড়ে চলাফেরা করে। আমি ফার্মগেট ছিলাম তিন মাস। এই তিন মাস ছিলো আমান কাছে দু:সপ্নের তিন মাস। কারন ঢাকা শহরে আমান মন টিকতো না।
চিপা জায়গা, সব কিছুতেই বাড়তি ভাড়া, বাতাশে গু এর গন্ধ সব মিলিয়ে আমাকে নাজেহাল করে দিয়েছিলো। গ্রীন রোড থেকে নিউ মার্কেট যেতাম। হেটেই যেতাম। কারন হেটে গেলে তাড়াতাড়ি হতো আর রিক্সা ভড়াও বেচে যেতো।
জ্যামের কথা আর কি বলতো! একটা কাজে ফার্মগেট থেকে জিপিও তে যাচ্ছিলাম। সকাল ৯ টা বাজে রওনা দিয়ে ১২টায় জিপিও পৌছি। এত জ্যাম ছিলো।
আর ঢাকা শহরে খরচের কথা বাদই দিলাম। দ্রব্যমূল্য আরো বাড়লে, মৌলিক চাহিদা পূরনে সবাই চুরি ডাকাতি শুরু করে দিবে।
ঢাকা শহরে কি মানুষ থাকতে পারে? যারা ঢাকা ফ্যাট ক্রয় করার চিন্তা করছেন, তারা লন্ডন, ইউরোপ, আমেরিকাতে ফ্ল্যাট কিনুন। গু এর গন্ধে বসবাস করার দরকার নাই।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




