আমার জীবনের সব চেয়ে ভাল বন্ধু সুষম। অনেক আগে থেকে ওকে দেখতাম somewhere এ ব্লগ লেখে। কিছু ব্লগারদের লিখাও পরলাম, বেশ মজা পেলাম।
হঠাত একদিন আমার ও ইচ্ছা হল যে আমি ব্লগ লিখবো। তারপর ও বেশ কিছু দিন পার হয়ে গেল।লিখা হয়ে ওঠে না। কিন্তু আজ ঠিক করলাম, লিখবই লিখব.......।
Somewhere এর ওয়েবসাইট এ গেলাম, রেজিস্ট্রেসন করটে গিয়েই যত ঝামেলা।
প্রায় আধাঘন্টা ধরে যে ইউযার নেম ই লিখি, টাই নট ভ্যালিড দেখায়।
আমার নিজের নাম এর জায়গায় যাই লিখি টাই নট ভ্যালিড দেখায়।
এখন কি করি,, বাবা-মা'র দেয়া নাম কি আর বদলানো যায়????? অনেক হতাশ হয়ে পড়লাম।
ভাবলাম- " শেষ পর্যন্ত কি আমার ব্লগ লিখা হবে না???????"
কোন উপায় না দেখে শেষ পর্যন্ত সুষম কে ফোন করলাম। সুষম বলল " তর যে imxylus_009 ID টা আছে ঐটাই লিখে দে। আমি বললাম ,আমার যা মনে আশে তাই লিখেতে থাকি, দেখি কোনটা মেলে"
তাই নাম এর যায়গায় বাবা-মা'র দেয়া নাম "আরিফুর রহমান আরিফ" বদলাইয়া লিখলাম,"নির্ভিক নির্দয় নিষ্ঠুর"......wOw........Miracle এই বার হইসে.......................। আমি তো খুশি তে আত্মহারা...যাই হোক শেষ পর্যন্ত তাহলে ব্লগ লিখতে পারব।
ভাবলাম এই বিড়ম্বনা নিয়েই কিছু একটা লিখা যায়। এবার যখন বল্গ লিখব,,তখন বাংলা দিয়ে লিখটে হবে,,কিন্তু আমি তো বাংলা লিখতে পারি না,,যদিও যানি এখানে ফোনেটিক এর ব্যাবস্থা আছে,,তার পর ও লিখা টা ,,মটেও সঃজ না........................।
ওফফফফফফফফফফফফফ...............ফ ফ ফ ফ ফ.....এই এক ব্লগ লিখার কত যে যন্ত্রনা....................
কিন্তু এত কিছুর পর ও খুশি লাগটিসে,,যে শেষ পর্যন্ত লিখতে তো পারতেসি................................................।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





