১৯৯৬ এর আগে এটা যেন এক হাস্যকর কথা ছিল। যেন শেখ মুজিবুর রহমান হত্যার বিচার না হওয়াটাই ঘটনা; বিচার হওয়াটাই যেন খবর। আর সেই বিচারের রায় কার্যকর হওয়া তো ছিল আরো বহুদুর!!!
আওয়ামিলীগ সরকারও এই ইস্যুতে মাঝে মাঝে বিব্রতকর অবস্থায় পড়ে যেত। পরিস্থিতি অনেকটা এরকম - আমি আমার পিতা-মাতা-ভাই-বোন সব হারিয়ে স্তব্ধ হয়ে নদীর ধারে আলুথালু অবস্থাতে ধুলোয় ভাবলেশহীন দৃষ্টিতে শুন্যে তাকিয়ে আছি; এমন সময় একজন খুব সেজেগুজে আমার কাছে জানতে চাইছে - আমি এই অরাজকতার বিচার চাই কি না? আশ্চর্য আমাদের মমত্ববোধ !!!! ????
সোভিয়েত ইউনিয়ন যখন ভাঙ্গে; তখন কোন একটা সাপ্তাহিকে এরকম একটা কলাম লেখা হয়েছিল -
সোভিয়েত ইউনিয়নও ভাঙ্গে, টাইটানিকও ডোবে।
১৯৯০ এর আগে কেউ কল্পনাও করে নাই যে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে এরকম টুকরো টুকরো হয়ে যেতে পারে। সারা দুনিয়াতে সাধারণ মানুষের কল্পনার অতীত ছিল এই খবর। টাইটানিক সাগরে ভাসার আগে এক সাংবাদিক প্রশ্ন করেছিল,
"টাইটানিক যদি ডোবে তখন কি অবস্থা হবে?"
এই প্রশ্নের কারিগরী-ব্যবস্থাপনা-প্রশাসনিক নির্দিষ্ট সিদ্ধান্ত এবং একশান অর্ডার রয়েছে; কিন্তু উত্তরদাতার হয়ত প্রশ্নটা ভাল লাগেনি। তাই তিনি বলেছেন -
"টাইটানিক ডোবে না।"
সেই টাইটানিকও ডুবেছে এবং ইতিহাসের সেরা দুঃখগুলোর অন্যতম হয়ে আছে।
অন্যায় করে অপরাধীভাব থাকা একরকম; আর অন্যায় করে তা দম্ভভরে প্রকাশ করা অপরাধের চরম পর্যায়; আর অন্যায় করে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে প্রচার করা এক চরম-ভয়ঙ্কর-পশুত্ব।
আজ বাংলাদেশ সেই চরম-ভয়ঙ্কর-পশুত্বের বিশেষন থেকে নাযাত পেল।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৯