ডেসটিনি-২০০০ সম্পর্কে কিছু বলেন, এর ভাল মন্দ সম্পর্কে আর কি।
আমারে একজন হালকা পাতলা ব্রেইন ওয়াশ দিয়া বুঝাইছে এইটা করলে এক বছর পরে বইসা বইসা ৫০ হাজার টাকা কামানো সম্ভব (মঙ্গল গ্রহ থেইকা পইড়া চেপ্টা হবার ইমো হবে)
তখনই সন্দেহ হইছে, তাইলে বাঙ্গালী এতো গরীব কেন?
ব্লগে ঘুইরা অনেক লিংক পাইছি, বুঝলাম জিনিসটা খারাপ। কিন্তু কেন খারাপ সেইটা পুরা ক্লিয়ার না, এখানে আমার আইকিউ এক্কেবারে লো ! ( আমার কি হবে রে টাইপ ইমো হবে)
তাই কেউ যদি আমারে একটু ব্যাখ্যা করতেন, কেন এইটা খারাপ/ভালো, যুক্তিসহকারে আরকি, বেশি খুশি হইতাম। দেন না ভাই বুঝায়া, এমন করেন কেন? কইলে কি হয়? ( আহ্লাদের ইমো হবে)
তয় আমি নিজে অনেক লিংক ঘাটছি, তাই আমারে যদি লিংক শেয়ার না কইরা ডায়রেক্ট কমেন্ট করেন তাইলে ভালু ( কি আছে জীবনে টাইপ ইমো হবে)। ব্যাক্তিগত অভিজ্ঞতা অগ্রাধিকার প্রাপ্য।
পি.এস- তবে ডেসটিনির পক্ষে সব পোস্টে একটা মিল দেখলাম, সবগুলায় মাইনাস রেটিং বেশি। দেখি , ডেসটিনি লয়া জানতে মঞ্চায় পোস্ট দিয়া আজকে আমার কপালে কি আছে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




