বড় আশা নিয়ে ব্লগ খুলার পর দেখি মডারেশন স্ট্যাটাস এ লিখা
আপনি নতুন ব্লগার
সামহোয়্যার ইন ব্লগে... আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন।
এখন ঢুকে দেখি
ব্লগ লিখেছেন: ৬ দিন ২৩ ঘন্টা
আর মাত্র ১ ঘন্টা
কিন্তু আসলেই কি ১ ঘন্টা পর আমাকে প্রথম পাতায় লিখতে দেয়া হবে???????
আমি যথেষ্ট সন্দেহে আছি
আর নাহলে এভাবেই নিজের ব্লগে আজাইরা পেচাল মারা লাগব।আমার ভাল কিছু লেখার প্রতিভাটাই নষ্ট হয়ে যাবে
দোষ কিন্তু আমার না
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১০ রাত ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




