আমি সাধারন ব্লগার হবার পরও সবার ব্লগে প্লাস মাইনাসটাও ঠিকমত দিতে পারছি না। পুর্ণিমার চান্দের লাহাণ
এই অপশণ কখনো আসে, কখনো আসেনা
আমার মুভী বিষয়ক পোস্টগুলো ভালো লাগে তাই সেগুলো প্রিয়তে নিতে চাই অথচ নিতে পারছি না।
ধুর.......ব্লগ খোলার পর এখন পর্যন্ত খালি আজাইরা পোস্ট ই কইরা গেলাম আর সামুর প্রতি ক্ষোভই প্রকাশ কইরা গেলাম
শুধু সময় কাটানোর জন্যই এই আজাইরা লেখা। কেউ বিরক্ত হলে আমার কিন্তু কোন দায়ভার নেই
বি.দ্র. আমার মনে হচ্ছে আমি সবসময় এ জাতীয় ফাও পেচালই মাইরা যাবো
সবাইকে শুভ রাত্রি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




