ইয়াহুর মেইলে ঢুকলে কিছু বিজ্ঞাপন আসে, এগুলো কিভাবে বন্ধ করা যায়?? এটা ফেসবুকের জন্যও প্রযোজ্য। আমি বেশ কয়েকবার " hide advertisement" দিয়ে দেখেছি। কিন্তু নতুন করে লগ ইন করলে আবারও এডগুলো চলে আসে
আমি আমার সীমিত জ্ঞান দিয়ে যতটুকু জানি যে এধরনের বিজ্ঞাপন নেট এর স্পিড স্লো করে দেয়। এমনিতেই আমি যে ভয়ংকর স্লো স্পিডের নেট ব্যবহার করি
আরেকটা সমস্যা, আমার ডেস্কটপে সামু ব্লগের পেইজ স্ক্রিনের পুরোটুকু কাভার করতে পারে না, কিছু অংশ ফাকা থেকে যায়। কি করতে পারি?
কিছু একটা লিখতে ইচ্ছা করছিল, কিন্তু আমি তো কিছুই লিখতে পারিনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




