কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে চলো পাল্টাই মুভির খুব প্রশংসা শুনে দেখলাম। তার আগে অবশ্য ব্লগেই কয়েকজন ব্লগার এর পোস্ট দেখে এর গান গুলো নামিয়ে শুনেছিলাম। অনুপম রায় এর করা গানগুলো অনেক ভালো লেগেছিল। এবার আসি মুভির কথায়, মুভিটা এককথায় অসাধারন। প্রসেনজিৎ সহ অন্যান্য কলাকুশলীদের অভিনয় বেশ বাস্তবধর্মী হয়েছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়েই মুভির মুল কাহিনী। মুভির মুল কথাই হচ্ছে, "পড়াশোনার অর্থ কি নিজের ইচ্ছা কে বিসর্জন দেয়া?" ( এই থীম টা আমার খুবই পছন্দ হইসে, এক্কেবারে আমার মনের কথাটাই বলসে
ছেলে চায় ক্রিকেট খেলতে কিন্তু বাবা বলে শুধুই পড়, পড়
মুভির ডাউনলোড লিঙ্ক
সবাই ভালো থাকবেন। শুভ রাত্রি।
বি.দ্র. মুভিটা না দেখলে কিন্তু মিস করবেন । আর আমার এই অহেতুক সময় কাটানোমূলক পোস্ট পড়ার জন্য অবশ্যই অসংখ্য ধইন্যা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




