প্রচুর ব্লগ পড়ি এবং লিখি। প্রচুর ভালো ও লাগে............
কতই না মেধার অধিকারী এক এক জন ব্লগার। আর চাইতো মাঝে মাঝে ভাবতে অবাক লাগে আমাদের দেশ কত মেধাবীতেই না ভরপুর। তাই আমি তাই আমাদের দেশের এই সব মূল্যবান ব্লগার এবং তাদের লেখা ব্লগ নিয়ে কিছু কাজ করতে। ( যদি আপনারা সে সুযোগ দেন )।
বিভিন্ন বাংলা ব্লগ সাইটে ব্লগাররা নানান ব্লগ লিখেন। এই ব্লগ লেখাকে উৎসাহিত করার জন্য আমি চাই ব্লগারদের লেখা ব্লগ নিয়েই বই বের করতে.........
ভাই অঅমি অনৈক বড় কোন মানুষ নই, আমি সাধারণ একজন ছেলে পড়ি কলেজে.......
যদি আপনারা আমায় অনুমতি দেন এবং সাহায্য করেন তবে আমি আমার উদ্যোগ নিতে পারি। হয়তো অনেক ভালো অনেক দামি কোন বই বের করতে পারবোনা কিন্তু সামান্য হলেও করতে পারবো। আর এর জন্য দরকার আপনাদের অনুমতি এবং সাহায্য......
আপনারা কি বলেন ? আমার কি করা উচিত ?
বইয়ে বিভিন্ন শ্রেনীর এবং ক্যাটাগরির ব্লগ থাকবে এবং যার লেখা ব্লগ সেই লেখকের প্রোফাইল থাকবে এবং ব্লগটি কোন সাইটে লেখা হয়েছে এবং সেই সাইটের এই ব্লগের লিংক কি তা দেওয়া থাকবে এবং সেই সাইটে কি ভাবে ব্লগ লেখা এবং পড়া যায় সে সর্ম্পকে লেখা থাকবে।
বেশ কিছু বিষয় নিয়ে এই চিন্তাটা আমার মাথায় আসলো এর পিছনের প্রধান কারণ গুলো হলো-
১. ভালো লেখা পড়তে ও লিখতে মানুষ কে উৎসাহিত করা
২. ব্লগ পড়তে এবং লিখতে মানুষ কে উৎসাহিত করা ।
৩. আমাদের দেশের ইন্টারনেট ব্যবহার কারি অনেক থাকলেও ব্লগার অনেক নেই তাই তাদের কে ব্লর্গি এ উৎসাহিত করা।
৪. বই টি স্বল্প মূল্যের হবে যাতে সকলে কিনতে এবং পড়তে পারে।
৫. সবার নেট কানেকসন নেই তাই ব্লগ পড়তে পারেনা তাই তাদের পড়ার সুযোগ করে দেবার জন্য।
৬. ব্লগ ভালো লেখা লিখতে উৎসাহিত করার জন্য্।
৭. ব্রগারদের প্রতিভার বিকাশ করার জন্য্।
৮. ব্লগারদের সমাজে পরিচিত করানোর জন্য..............আরো অনেক উদ্দেশ্য.....
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
আমাকে এই কাজ করার অনুমোতি আপনারা (ব্লগাররা,এডমিন এবং মডুরা) দিবেন কি এবং সাহায্য করবেন কি ????????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




