
সংযুক্ত আরব আমিরাতের অবস্হানরত প্রবাসী বাংলাদেশিদের সংঘঠন বাংলাদেশ ট্রাভেল এক্সিকিউটিভ নেটওয়ার্ক” এর বার্ষিক পারিবারিক বনভোজন ও ডেজার্ট সাফারি অনেক সুন্দরভাবে আনন্দঘন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছ. দুবাই, শারজাহ, আবুধাবি তথা সংযুক্ত আরব আমিরাতের ছোট বড় মিলে ৩৮০ জন উপস্হিতি ছিলেন এই অনুষ্ঠানে। দুপুর ২টা থেকে রাত ১০ টা পর্যন্ত ছলে অনুষ্ঠান।
অভূতপূর্ব উৎসবমুখর মিলন উৎসবে পরিনত হয়েছিলো এ অনুষ্ঠান, ফ্যামিলি প্রোগ্রাম হলে ও এই অনুষ্ঠানে ফ্যামিলি সদস্যদের পাশাপাশি কিছু ব্যচেলরের উপস্হিতি ছিলো উল্লেখ করার মত, যাদের আড্ডা, হাসি, উচ্ছলতা অনুষ্ঠানে আগত ফ্যামিলি সদস্যদেরকে বাড়তি আনন্দ দিয়েছে।





ডেজার্ট সাফারি, কেমেল রাইড, তানুরা ডেন্স, বেলী ডেন্স, মহিলাদের হাতে মেহেদি লাগানো, আরবিদের জগৎ বিখ্যাত খোরমা খেজুর, গাওয়া, রং চা আনলিমিটেড কোল্ড ড্রিংকস, এরাবিক শিসা, বুফেট ডিনার সহ অনেক আয়োজনে ভরপুর ছিলো পারিবারিক বনভোজন অনুষ্ঠান.


মাগরিবের নামাজের পরে শুরু হয় ডেজার্ট সাফারির মূল আকর্ষন Tanoura (dance) যা সত্যিই বড় ছোট উপস্হিত সবার মনে আনন্দ দিয়েছে, Tanoura (dance) এর পরই চলে আরবদের বিখ্যাত বেলি ডেন্স।




নিজেদেরকে বাংলা ঐতিহ্যের সাথে মিলিয়ে পুরাতন বাংলাগান নিয়া ব্যস্ত ছিলেন অনুষ্ঠানে আগত আংকেলদের একটা অংশ, আরবি শিশায় টান দিতে ব্যস্ত ছিলেন আগতদের অনেকেই যেখানে ছেলে মেয়ে কেউই সুযোগের হাতছাড়া করেনি, এর মাঝেই চলতে থাকে রাত্রের বুফেট ডিনার, রেফেল ড্র সহ অনেক আয়োজন.
উষ্ণ বালির বুকের শীতের তীব্রতা নিয়ে অনেকেই বাসায় ফিরেছেন, কারণ অনেকে এসেছেন শীতের কাপড ছাড়া!!!
সবশেষে
বারে বারে যেন আসি ফিরে এমন দেশে
উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে,
ভালোবাসা কত আশা ছড়ানো এই বাতাসে
স্বপ্ন মাখা মেঘের নকশা জড়ানো এ আকাশে
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানাই বারেবারে,
সোনালী প্রান্তরে.......

সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




