ঢোলকলমির বনের মধ্যে
নিখোঁজ হতে হতে
প্রথম নিবীড় ঘ্রাণ পেয়েছিলাম
তখন সবে দুপুরের মতো হচ্ছে একটু আধটু..
অমন ক'টা শব্দের ঝটকায়
ছুড়ে দিলে তীব্রভাবে
ভ্যানগগের ঝোল-কালির ক্যানভাসে
অর্থ বোধের ভিন্ন জগতে
বেগুনি অমন জলরং আলোয়
ডুবতে ডুবতে
কয়েক কালের জন্য
ব্ল্যাকআউট হলো আমার...
সেদিনও দেখেছি, দেখলাম আজও
পিপড়ের বহরের খুব কাছাকাছি
দাঁড়িয়ে
অন্য কিছুর ঘ্রাণ খুঁজছো তুমি
এইসব সন্ধানের গল্প
আমিও মনে হয় যেন জানি
অল্পস্বল্প..
বিকারগ্রস্তদের আখ্যান
এত সহজলভ্য
নীলক্ষেত হয়ে গেছো প্রায়...
তবু তুলো তুলো অন্ধকার,
ইজেলে কয়েক ফোঁটা আলো
আর ভ্যানগগের চিলেকোঠায়
ছাদখোলা ঘুমের মতো
অত্যাশ্চর্য..
হয় না-কি অন্যকিছু?!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


