somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইইউটিতে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য এবং পরীক্ষা প্রস্তুতি

৩১ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০১২-১৩ সেশনে স্নাতক কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে প্রকৌশলবিদ্যায় বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজি(আইইউটি). অন্যান্য বছরের মতো এবারও MCE,EEE,CEE এবং CSE এই চারটি বিভাগে ভর্তির জন্য আবেদন আহবান করা হয়েছে।
আবেদনের যোগ্যতাঃ

আবেদনকারীর এসএসসি এবং এইচএসএসি পরীক্ষার GPA কমপক্ষে 4.5 হতে হবে। তবে বর্তমানে ভর্তির ক্ষেত্রে যে কঠোর প্রতিযোগিতা চলছে তাতে বলতে হয়, যাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জিপিএ ৫ এর কম তাদের আইইউটিতে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

‘O’ level এবং ‘A’ level থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য নিম্নলিখিত সাবজেক্টগুলোতে কমপক্ষে B গ্রেড থাকতে হবেঃ

* A-level : Mathematics, Physics and Chemistry
* O-level : Mathematics, Physics, Chemistry, English plus one of remaining subjects.

আবেদন প্রক্রিয়াঃ

আবেদনকারীকে টেলিটক থেকে SMS এর মাধ্যমে apply করতে হবে। apply করার বিস্তারিত প্রক্রিয়া এখনো আইইউটির অফিশিয়াল সাইটে দেয়া হয় নি। তবে আশা করা যায় তা আগামী ১৩ আগষ্টের পূর্বেই বিস্তারিত বিবরণসহ http://www.iutoic-dhaka.edu/admissin এই পেজটিতে দিয়ে দেয়া হবে। প্রতিটি আবেদনের জন্য আবেদনকারীকে ৫৫০ টাকা(অফেরৎযোগ্য) পরিশোধ করতে হবে।
ভর্তি এবং বাছাই প্রক্রিয়াঃ

প্রতিবছর আইইউটিতে ভর্তির জন্য হাজারো আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে চূড়ান্ত বাছাই করা হয় দু’টি ধাপেঃ
প্রথম ধাপঃ ভর্তি পরীক্ষার জন্য Merit List প্রকাশ

ভর্তি আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি এবং এসএসসি পরীক্ষার জন্য বরাদ্দকৃত ১০০ নম্বরের( Selected subjects GPA of HSC * 12 + Selected subjects GPA of SSC * 8) ভিত্তিতে ২০০০ জনের সংক্ষিপ্ত একটি merit list প্রকাশ করা হয়। Merit list এর জন্য মনোনীতরাই শুধুমাত্র ভর্তি পরীক্ষায় অংশ পারবে।

Selected subjects for HSC GPA: Mathematics, Physics, Chemistry, English
Selected subjects for SSC GPA: All Subjects excluding optional subject
দ্বিতীয় ধাপঃ চূড়ান্ত Merit List প্রকাশ

* ভর্তি পরীক্ষার জন্য মনোনীতদের জন্য মোট ১০০ নম্বরের একটি পরীক্ষা নেয়া হবে। ভর্তি পরীক্ষার ১০০ মার্কসের বিন্যাস নিম্নরুপঃ

Physics-30

Math-30

Chemistry-20

English-20.

* প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর বরাদ্দ থাকে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.২৫ মার্ক কাটা যাবে।সময়য় ঃ ২ ঘন্টা

এই ২০০ মার্কসের উপর ভিত্তি করে আইইউটিতে ভর্তির জন্য মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।


………এবং কিছু প্রশ্নের উত্তর

1. আইইউটিতে আসন সংখ্যা কত?

* আসন সংখ্যা কত তা আসলে সঠিকভাবে বলা কঠিন। প্রতি বছরেই আসন সংখ্যা বিগত বছর থেকে কিছুটা হলেও বৃদ্ধি পায়। সে ক্ষেত্রে এবারের আসন সংখ্যার বিন্যাস এরকমটি হতে পারেঃ

Regular Scheme:

CSE: 35
EEE: 60
MCE: 40
(Total: 135)

Self-Financed Scheme:

CEE: 45

CSE: 15
EEE: 25
MCE: 25
(Total: 110)



2. REGULAR SCHEME এবং SELF FINANCING SCHEME কি?

* সাধারণত দুটি ক্যাটাগরীতে IUT তে ছাত্র ভর্তি করা হয়ঃ
ক্যাটাগরী-১: MERIT List এর প্রথম দিকে থাকা (১ থেকে ১২৫ অথবা ১৩০ জন) ছাত্রদেরকে এককালীন 6,000USD (আনুমানিক ৪,৯২,০০০টাকা)পরিশোধ করতে হয়। বাকী চার বছর আর কোন টাকা নেয়া হয় না। এটি হচ্ছে REGULAR SCHEME
ক্যাটাগরী-২: Merit List এর শেষের দিকে অবস্থান করা ছাত্ররা চাইলে নিজ খরচে পড়তে পারে। সেক্ষেত্রে তাদেরকে মোট ৪ কিস্তিতে 16,500 USD(আনুমানিক ১৩,৫৩,০০০ টাকা)দিতে হয়। ভর্তি হবার সময় 6000USD, বাকী ৩ বছরের প্রত্যেক বছর 3500USD করে দিতে হয়। এটি হচ্ছে SELF FINANCING SCHEME



3. Admission Test এর গুরুত্ব কতটুকু?

* বিগত তিন-চার বছর ধরে আইইউটিতে ভর্তির ক্ষেত্রে Admission Test বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিবছর দেখা যায় যে, আইইউটিতে ভর্তির জন্য যারা আবেদন করে তাদের ৯০% এরও বেশী ছাত্রের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জিপিএ ৫ । তাই ভর্তি প্রক্রিয়াকে আরও সহজ করে আনার জন্য আইইউটি কর্তৃপক্ষ Admission Test এর প্রচলন করেছেন।



4. Admission Test এর জন্য কিরকম Preparation নেয়া উচিৎ?

* অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আইইউটিতে আসনসংখ্যা অনেক কম। তাই এখানে ভর্তির জন্য পরীক্ষার্থীকে তার সেরাটা উজার করে দিতে হবে।

ভর্তি পরীক্ষার প্রশ্ন MCQ টাইপের হয়ে থাকে। সবগুলো প্রশ্ন ইংরেজীতে হয়ে থাকে। পরীক্ষার বিষয় এবং মানবন্টন এরকমঃ

Physics-30

Math-30

Chemistry-20

English-20

অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যেসব প্রশ্ন গুরুত্বপূর্ণ, আইইউটির ভর্তি পরীক্ষার জন্যও সেসব প্রশ্ন সমান গুরুত্বপূর্ণ। তাই সেগুলো ভালোমতো ঝালিয়ে নিতে হবে। DU,BUET এর বিগত ভর্তি পরীক্ষাগুলোর প্রশ্ন ভালোমতো SOLVE করলে আইইউটির ভর্তি পরীক্ষার জন্য তা উপকারে দিবে। ইংরেজীতে ভালো করার জন্য Grammer portion এর ওপর জোর দিতে হবে। আর ইংরেজীতে প্রশ্ন হবে এটা ভেবে কেউ যেনো ঘাবড়ে না যাও কারণ আইইউটিতে যারা পরীক্ষা দেবে তাদের মাঝে অধিকাংশই বাংলা মিডিয়ামের ছাত্র।

5. আইইউটির বিগত ভর্তি পরীক্ষার প্রশ্ন কোথায় পাওয়া যাবে?

* আইইউটির বিগত বছরগুলোর প্রশ্ন পাওয়া কখনোই সম্ভব না। কারণ, ভর্তি পরীক্ষার জন্য সরবরাহকৃত প্রশ্নপত্রের মাঝেই পরীক্ষার্থীকে উওর প্রদাণ করতে হয়। সুতরাং কেউ যদি দাবী করে যে তার কাছে আইইউটির বিগত ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে তাহলে সে যে তোমাকে বোকা বানানোর চেষ্টা করছে তা বুঝতে যেনো কারো অসুবিধা না হয়।



6. MERIT POSITION কত হলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশী?

* ভর্তি পরীক্ষার পরপরই সাধারণত চূড়ান্ত মেরিট লিষ্ট প্রকাশ করা হয়। সেখানে প্রথম দিকে চূড়ান্তভাবে মনোনীত ৬০০(কিংবা তারচেয়েও বেশী) জনের একটি তালিকা দেয়া হয়। মেরিট পজিশনে নাম যত পেছনেই থাকুক না কেন, কখনোই হাল ছেড়ে দেয়া যাবে না। কারণ অনেকক্ষেত্রে দেখা যায় যে, মেরিট পজিশনে প্রথম দিকে থাকা সত্ত্বেও অনেকে আইইউটিতে ভর্তি না হয়ে অন্য কোথায় চলে যাচ্ছে। সেক্ষেত্রে মেরিট পজিশনে পেছনের দিকে থাকাদের ভর্তি সম্ভাবনা বেড়ে যায়। তাই মেরিট পজিশনে পেছনের দিকে থাকাদের ভর্তি প্রক্রিয়ার শেষ পর্যন্ত না দেখে হাল ছেড়ে দেয়া বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হয় না।
* ভর্তি সংক্রান্ত সর্বশেষ সকল তথ্য http://www.iutoic-dhaka.edu/admission এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

কেন আইইউটিতে ভর্তি হবো?

ব্যাপারটা এমন নয় যে, আইইউটিতে ভর্তি হবার সাথে সাথেই UNIVERSITY OF SOUTH ASIA এর চটকদার বিজ্ঞাপনের মতো অল্প কয়েকদিনেই গাড়ি-বাড়ি হয়ে যাবে কিংবা সুখের সংসার হয়ে যাবে। আইইউটিতে আছে জীবনকে সুন্দর করে গড়ে তোলার, জীবনকে নিয়ে ভাববার সকল উপকরণ। সোডিয়ামের আলোর নীচে রাতভর আড্ডা আর গান, রাত ২টা থেকে ৫টা অবধি সবাই মিলে মুভি দেখা আবার সকালবেলা ঠিকই রুটিন করে সবার একসাথে ক্লাসে যাওয়া, খেলাধুলা , বন্ধুত্ব এসব কিছুরই এক অসাধারণ সম্মিলন রয়েছে আইইউটিতে। তাই যারা আইইউটিতে ভর্তি হতে ইচ্ছুক তাদের হতে হবে দৃঢ় চেতনার অধিকারী। আর কখনোই আশা হারানো যাবে না। নিজের ভেতর প্রবল স্পৃহা থাকলে কারো জন্যই আইইউটিতে ভর্তি অসম্ভব কিছু নয়।

আইইউটিতে আছে 24/7 ইলেক্ট্রিসিটি, নেই কোনো সেশনজট, নেই কোনো রাজনীতি, নেই কোনো রমণী। তাছাড়া আইইউটির প্রতিটি ছাত্রকে Monthly 40USD করে pocket allowance দেয়া হয়। মানে এক অবইস্থ্যা! সুতরাং আইইউটিতে ভর্তি হলে ক্যাম্পাসের বাইরের দুনিয়ার বহু ঝামেলা থেকে মুক্ত থাকা যাবে। সাধে কি আর আইইউটিকে ‘লাল জান্নাত’ বলা হয়!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। ঋণ মুক্তির দোয়া

লিখেছেন শাহ আজিজ, ১৭ ই মে, ২০২৪ দুপুর ১২:৪৯



একদিন রসুল সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম মসজিদে নববিতে প্রবেশ করে আনসারি একজন লোককে দেখতে পেলেন, যার নাম আবু উমামা। রসুল সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ‘আবু উমামা! ব্যাপার... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো রাফসান দি ছোট ভাই

লিখেছেন আবদুর রব শরীফ, ১৭ ই মে, ২০২৪ দুপুর ২:৩৮

রাফসানের বাবার ঋণ খেলাপির পোস্ট আমিও শেয়ার করেছি । কথা হলো এমন শত ঋণ খেলাপির কথা আমরা জানি না । ভাইরাল হয় না । হয়েছে মূলতো রাফসানের কারণে । কারণ... ...বাকিটুকু পড়ুন

কুমীরের কাছে শিয়ালের আলু ও ধান চাষের গল্প।

লিখেছেন সোনাগাজী, ১৭ ই মে, ২০২৪ বিকাল ৩:৪০



ইহা নিউইয়র্কের ১জন মোটামুটি বড় বাংগালী ব্যবসায়ীর নিজমুখে বলা কাহিনী। আমি উনাকে ঘনিষ্টভাবে জানতাম; উনি ইমোশানেল হয়ে মাঝেমাঝে নিজকে নিয়ে ও নিজের পরিবারকে নিয়ে রূপকথা বলে... ...বাকিটুকু পড়ুন

সভ্য জাপানীদের তিমি শিকার!!

লিখেছেন শেরজা তপন, ১৭ ই মে, ২০২৪ রাত ৯:০৫

~ স্পার্ম হোয়েল
প্রথমে আমরা এই নীল গ্রহের অন্যতম বৃহৎ স্তন্যপায়ী প্রাণীটির এই ভিডিওটা একটু দেখে আসি;
হাম্পব্যাক হোয়েল'স
ধারনা করা হয় যে, বিগত শতাব্দীতে সারা পৃথিবীতে মানুষ প্রায় ৩ মিলিয়ন... ...বাকিটুকু পড়ুন

যে ভ্রমণটি ইতিহাস হয়ে আছে

লিখেছেন কাছের-মানুষ, ১৮ ই মে, ২০২৪ রাত ১:০৮

ঘটনাটি বেশ পুরনো। কোরিয়া থেকে পড়াশুনা শেষ করে দেশে ফিরেছি খুব বেশী দিন হয়নি! আমি অবিবাহিত থেকে উজ্জীবিত (বিবাহিত) হয়েছি সবে, দেশে থিতু হবার চেষ্টা করছি। হঠাৎ মুঠোফোনটা বেশ কিছুক্ষণ... ...বাকিটুকু পড়ুন

×