বর্তমানে যা চলিতেছে তাহাকে ইংরাজিতে anarchy বলে। আমাদের অনেকের নিকট তাহা নাটক বলিয়া গণ্য হইলেও তাহা anarchy ই বটে!
আমার এক খানা প্রস্তাব রাজনৈতিক দল-দুখানার প্রতিঃ আপনারা মিলিতভাবে সংবিধান সংশোধন করিয়া আপসের সহিত 3বছর করিয়া ক্ষমতা উপভোগ করুন এবং নিশ্চিন্তের সহিত লুটপাট করুন। এই দেশের বাঁশ খাওয়া জনগণ তাহা মানিয়া লইবে কারন তাহাদের তো প্ল ্লাস্টিকের মেরুদন্ড! হরতাল, হানাহানি বিহীন নির্ঝনঝাট আমাদের এই নগরী; আহা, মরি মরি। সম্ভব আপনাদিগের একমত হইলেই। অন্যান্য দল; তারা নস্যি আপনাদের দাপটে। আপনারা জনক ও ঘোষকের উত্তরাধিকার; তাহাদের কি দাপট আপনাদের বিরুদ্ধাচরনের! অন্ততঃ এই শান্তি পাইব যে, জনক-ঘোষকের শিত আর কোন আঁতাত নাই ধর্ষণকারী জামাতের।
একটিমাত্র দেশ আমাদের। ইহাকে "কাটিয়া তো আর দুইভাগ করা যায় না", তাই ক্ষমতার ভাগাভাগিই সই। দোহাই খালেদা ম্যাডাম আর হাসিনা আপা, আমাদিগকে বাঁচিয়া থাকিবার তৌফিক দিন। স্রষ্টা আমাদের একবারই জীবন দিয়াছেন, ইহা আপনাদের কামড়াকামড়িতে কতম করিবেন না, প্লী্লজ! কারন আমি জানিঃ
"করতে পারেনা যারা
বাপের খুনের বিচার
তারা করবে নব্য খুনেদের বিচার?"
কৃতঞ্জতাঃ বাঙালির হাসির গল্প
ইতিহাস ক্ষমা করে নাঃ মুহাম্মদ হাবিবুর রহমান
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



