বিগত প্রায় দেড় যুগ ধরে বাংলার এই মহানায়ক (তারেক জিয়া) বিদেশে নির্বাসিত জীবন যাপন করছেন, যে আওয়ামীলীগের ভয়ে তিনি এত বছর ধরে দেশান্তরী সেই আওয়ামীলীগ'ই এখন দেশান্তরী; কিন্তু তবুও কেন জনাব তারেক এখনো দেশে ফিরছেন না? তারেক জিয়ার দেশে ফিরতে আসলে সমস্যা কোথায়? কি সেই অদৃশ্য বাঁধা তা আমরা জানতে চাই।
৫ই আগস্ট এর পর থেকে আজ পর্যন্ত কত বড় বড় গোঁফ ওয়ালা, ভুঁড়ি ওয়ালা সন্ত্রাসীরা ছাড়া পেয়ে গেলো, ফাঁসির আসামী সব পালিয়ে গেলো কিন্তু প্রায় আট মাস হতে চললো আজ পর্যন্ত তারেক জিয়ার কোন হদিস নেই, তিনি আজও দেশে ফিরতে পারলেন না।
আসলে তারেক জিয়ার সমস্যা কোথায়? তিনি কি দেশে আসতে চাচ্ছেন না? না কোন এক অদৃশ্য শক্তি তাকে দেশে আসতে দিচ্ছে না? অনির্ভরযোগ্য এক সূত্র থেকে জানা যায়; "তারেক জিয়া দেশে আসুক তা স্বয়ং বিএনপি'ই চায় না, তারেক দেশে আসলে নাকি বিএনপির বড় বড় কিছু নেতার কপাল পুড়বে সেজন্য তারেক জিয়ার দেশে আসা নিয়ে বিএনপি আজ দুভাগে বিভক্ত।" অনির্ভরযোগ্য সূত্র হলেও অবস্থা বিবেচনায় আপাত দৃষ্টিতে তথ্যটি সঠিকই প্রতীয়মান হচ্ছে, কারণ-- বিগত সাড়ে সাত মাসে- ছোট দল, বড় দল, এই দল, সেই দল প্রায় সব গোষ্ঠী বা সংগঠনই আন্দোলনের মাধ্যমে নিজ নিজ দাবি দাওয়াগুলো আদায় করে নিচ্ছে কিন্তু আজ পর্যন্ত বিএনপিকে তারেক জিয়ার দেশে আসার বিষয় তেমন কোন তোর জোড় লক্ষ করা যায় নি- তাছাড়া জনাব তারেক নিজেও দেশের আসার বিষয়ে দেশবাশীকে তেমন কিছুই জানাননি।
তারেক জিয়া দেশে আসবে কবে? এ প্রশ্নটিই এখন যেন বিএনপি'র জন্য এক বিব্রতর প্রশ্ন, অথচ সামনে নির্বাচন, সারা দেশে বিএনপি'র ভঙ্গুর এবং বিশৃঙ্খল দলকে ঐক্যবদ্ধ করতে তারেক জিয়ার বিকল্প কিছু নেই, তারেক বিএনপি'র জন্য এক মহীরুহের নাম অথচ সেই তারেক বিহীন নির্বাচনী প্রচারণায় বিএনপি কতটা সুবিধা করতে পারবে তা সময়ই বলে দিবে।
তারেক জিয়ার অতীত কর্মকাণ্ড যেমনই থাকুক না কেন, বর্তমানে দেশের প্রথাগত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে তারেক জিয়া'ই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, এ কথা হলফ করে বলাই যায় - তারেক যেদিন ঢাকার মাটিতে ল্যান্ড করবেন সেদিন পুরো ঢাকা অচল হয়ে পরবে, লোকে লোকারণ্য হয়ে পরবে পুরো ঢাকা, সারা দেশের একমাত্র টপিক থাকবে তারেক জিয়া। দেশে ফেরার পর "এলাম, দেখলাম আর সবকিছু জয় করলাম" এ বাণীটির যথার্থতা আবার নতুন করে প্রমাণ করবেন তিনি এ আশাবাদ আমরা ব্যক্ত করতেই পারি।
আওয়ামীলীগ কি ফিরে আসছে? নাহ ভয়ের কিছু নেই,এখন পর্যন্ত তাদের ফিরে আসার বিষয়ে কিছু ফোঁস ফাঁস ছাড়া তেমন কোন কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি, তবে তারা বসে নেই আর ফিরে আসার জন্য তাদের চেষ্টারও কোন কমতি নেই, ফিরে আসার সম্ভাব্য সকল উপায়ই তারা ব্যবহার করবে।
ভয়ের বিষয় হচ্ছে- আওয়ামী বিরোধী শক্তিগুলোর মাঝে যে অনৈক্যের সূচনা হয়েছে তা যতবেশী দীর্ঘায়িত হবে আওয়ামীলীগের ফিরে আসাটাও তত তরান্বিত হবে, আর তা যদি একবার হয়েই যায় তাহলে আওয়ামী বিরোধী শক্তিগুলোর করুণ পরিণতি বহন করতে হবে, গা বাঁচাতে অনেকেই হয়তো তখন আওয়ামী ছাতার নিচে আশ্রয় নিতে বাধ্য হবে।
শেষ কথা হলো- এই দেশে আদৌ কোনদিন রাজনৈতিক স্থিতিশীলতা আসবে কি না সে বিষয়ে আমরা সবাই সন্দিহান-- কারণ জাতি হিসেবে আমরা যথেষ্ট পিছিয়ে পড়া এক জাতি; সহসাই দূর্ভোগ থেকে আমাদের মুক্তি নেই, হয়তো অনেক বড় রাজনৈতিক দূর্ভোগ আমাদের জন্য অপেক্ষা করছে।
ধন্যবাদ সবাইকে, হ্যাপি রমাদান।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২৫ রাত ১০:২৪