তোমার বড্ড একঘেয়েমির অভিযোগ, এ্যাডভেঞ্চারের সুতীব্র নেশা।
তাই বলেছিলাম- যাও ইচ্ছে মত প্রেম করো, নিত্য নতুন শিকার খুঁজো।
নতুন কোন ঠোঁটে কৌতুহলী ভ্রমন করে ফিরিয়ে আনো হারিয়ে যাওয়া রুচি।
নতুন কোন বুকের মাঝে খুঁজে নাও পরিচিত উষ্ণতার অপরিচিত গন্ধ।
বুক পুড়িয়ে ছাই বানাও, ছাই থেকে কাঁদা।
নিজেকে ডুবাও, নোংরা কর, নষ্ট হও।
লিখে ফেল আমাদের নষ্ট প্রেমের সুখী গল্প।
কবি বলেছেন, একদিন সব কিছু চলে যাবে নষ্টদের দখলে।
তাই আমি মন খারাপ নয় বরং আনন্দ নিয়ে অপেক্ষায় আছি।
জানি সেদিন তুমি বলবে- প্রিয়! আজ আমি তোমার। শুধু তোমার।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩০