আমাদের দেশে বাক-স্বাধীনতা মানে হলো - আপনার বিপক্ষ 'মতের' অধিকারীকে সারাক্ষণ আপনাকে তেল দিয়ে কথা বলতে হবে। শরীরে তেল মালিশ করার সময় মাঝে মাঝে যেভাবে হালকা 'থাবড়' দেয়া হয়, ঠিক সেইভাবে আরাম দেয়ার জন্য মাঝে মাঝে আপনার অপছন্দের কিছু মত প্রকাশ করবে। আপনি আরামে চোখ বুঝে বলবেন, আহা! আমি কত ধৈর্যশীল! সহিষ্ণু! বাক-স্বাধীনতার পক্ষের লড়াকু সৈনিক।
কিন্তু কোন কারণে ঐ আরামের বাইরে গেলেই আপনি আমি এই বাক-স্বাধীনতাকে চাই না। নিয়ন্ত্রণ চাই! অন্য কারো মত যদি আপনার বিরুদ্ধে বা আপনার পছন্দের বা প্রচলিত সমাজের পন্থার বিরুদ্ধে যায় - তখন আমাদের সকল বাক-স্বাধীনতা কামীদের আসল চেহারা ফুটে উঠে।
নিজের পক্ষে, নিজের মতের লোকের ভিড়ে গলা উঁচিয়ে কথা সবাই বলতে পারে। কিন্তু বিপরীত পক্ষে, নিজের বিরুদ্ধে মতের গলা উঁচিয়ে কথা বলা একটা বিরল ক্ষমতা, প্রতিভা এবং গুন। যারা এমনটা পারেন সম্মান এমনিতেই চলে আসে, গরুর দুধের মত দুইয়ে সম্মান বের করা যায় না।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৩