বাঙলাদেশীদের জাতীয় খেলা হাডুডু হলেও ক্রিকেট এখন সবারই প্রাণ। এ জায়গাটায় দুর্বলতা সব বাঙলাদেশীরই আছে। জয়ের ধারাবাহিকতা, খেলার উন্নতি, খেলোয়াড়দের মেধার বিকাশ সবই এরজন্য দায়ী। শত ব্যাস্ততার মাঝেও খেলা দেখেনা কিংবা ক্রিকেট সম্পর্কে খোঁজ নেয়না এমন লোক খুঁজে পাওয়াটা দুস্কর।
এ ক্রিকেট নামে একটা প্রানীরও নিবাস সুন্দরবনে। ক্রিকেট ফ্রগ (Limnonectes Limnocaris)
রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র চালু হলে অন্যান্য প্রানীর পাশাপাশি হুমকির মুখে পড়বে এ ক্রিকেটের জীবনও। উভচরটির বিপদ দু'দিকেই। কয়লা পোড়ানোর ফলে বছরে উত্পাদিত ৭,৫০,০০০ টন ফ্লাই এ্যাশ ছড়িয়ে পড়বে ডাঙ্গায় আর কেন্দ্রের তরল বজ্য ঘন্টায় ১০০ ঘন মিটার হারে নদীতে ডালা হবে সেখানেও বিপদের কমতি থাকবেনা। ১৩২০ মেগা ওয়াট বিদ্যুত্ কেন্দ্র থেকে প্রতিদিন ১৪২ টন বিষাক্ত সালফার ডাই-অক্সাইড ও ৮৫ টন নাইট্রোজেন ডাই-অক্সাইড নির্গত হবে এবং পশুর নদী থেকে ঘন্টায় ৯১৫০ ঘন মিটার পানি নিলে বনে মিঠা পানি ও নোনা পানির ভারসাম্য হারাবে এবং ধ্বংশ হয়ে যাবে বাস্তুসংস্থান।
সুন্দর বনে বাঘ কমে যাচ্ছে বলে কিংবা সুন্দরবনকে প্রকৃতির সপ্তাচার্য নির্বাচিত করার জন্য যেসব মিড়িয়া রিপোর্টের পর রিপোর্ট করেছে, বন রক্ষার জন্য তারা আজ কোথায়? তারাযে শুধু মাত্র টিআরবি বাড়ানোর জন্য এসব করেছে সেটা আবারও প্রমানিত। বাঘের জন্য কিংবা সুন্দর বনের জন্য তাদের দরদ আদতে কোন কালেই ছিলনা।
এ প্রকল্পে অর্থায়নের ৭০% আসবে লোন করে, দু'দেশ ১৫% করে। লাভের ভাগটা ৫০% করে হলেও লোকশানটা শুধু বাঙলাদেশের। কয়লার দাম বাড়লে বিদ্যুত্ এর দামটাও সমানতালে বাড়ানো হবে এবং বেশীর ভাগ কয়লাই বিভিন্ন দেশ থেকে আমদানী করা হবে।
দেশীয় কোম্পানী ওরিয়ন গ্রুপের সাথে যে তিনটি কয়লা ভিত্তিক বিদ্যুত্ প্রকল্পের চুক্তি হয়েছে সেখানে মাওয়া থেকে ৪ টাকা এবং খুলনার লবন চড়া ও চট্টগ্রামের আনোয়ারা থেকে ৩.৮০ টাকা/ইউনিট দরে কেনা হলেও এনটিপিসি থেকে ৮.৮৫ টাকা/ইউনিট দরে কিনবে পিডিবি। স্বার্থটা কার। আমার কৃষি জমি, আমার বনাঞ্চল, আমার টাকা, আমার পানি, আমার পরিবেশ বিনষ্ট করে মোটা অংকের টাকা হাতিয়ে নেবে ভারত।
কই দেশ প্রেমিকরা, এশিয়া কাপের ফাইনালে যখন বাঘের সুনাম হলো, প্রোপিক রাঙালো বাঘের রঙে। খুব গর্ব হয়েছিল।
আসুন মাঠের বাঘের মত বনের বাঘকেও ভালবাসি, মাঠের ক্রিকেটের মতো বনের ক্রিকেট গুলিকেও এবং তাদের আবাসস্থল সুন্দরবনকে ভালবাসি। কারো ব্যক্তিগত কিংবা রাজনীতিক স্বার্থে এ চিরসবুজ বনকে ধ্বংশের হাত থেকে মুক্ত করি।
বাঘ বাঁচাও, ক্রিকেট বাঁচাও!
জয়তু ক্রিকেট!
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৮