সামুর মডুরা কি চিন্তা করে দ্যাখেনা ব্লগের অবস্থা মানে পরিস্থিতি ডাউন ক্যান ?
নয়া নয়া কিছু ব্লগার আসা মাত্রই ব্লগে জুতা মারামারি শুরু করছে। দুই লাইনের ব্লগারই আছে এই ক্যাটেগরীতে। রাজাকারের চাইমচা জামাতী লাইন , নয়া নয়া জজবা ওয়ালা দেশউদ্ধারকারী আওয়ামী লাইন। এই গুলারে সহজে সেফ করায় যেটা হৈছে এরা প্রথম পাতাটারে ব্লগের কুরুক্ষেত্র বানায়া ছাড়ছে। এরা এমন টাইপের ব্লগার- না নিজেরা ভালো কিছু ব্লগায় , না অন্যের ব্লগও ভালো মত পড়ে।
যেইখানে ক্যাচাল, যেইখানে জুতামারামারি সেইখানে এরা।
তার প্রমান প্রথম পাতায় ২ - ৩ লাইনের লিংক পোস্ট , আজাইরা কথাবার্তার পোস্ট। কমেন্টের ধাঁচ খাইছি তোরে , ধরছি তোরে , মারছি তোরে টাইপ।
আমি নিজে ব্লগিং এর ব ও ভালো করে জানিনা। তবে সবসময় ভালো ব্লগারদের লেখা পড়ি। অন্তত নিজে আবলামী মার্কা পোস্ট দিয়ে প্রথম পাতাটারে নষ্ট করিনা। যারা ভালো লেখে তারা লিখুক। আমরা যারা লেখার ক্ষমতা রাখিনা তারা পড়ি। ব্লগে আসলে মানুষের ভদ্রতা শেখার কথা। এখানে অনেক সাধারন স্তরের মানুষ অনেক শিক্ষিত স্তরের মানুষের সাথে সরাসরি ইন্টারঅ্যাক্ট করতে পারে। কিন্তু কথায় বলে কুকুরের লেজ ১২ বছর চোঙায় থাকলেও সোজা হয়না।এগুলা ব্লগে ঢুইকাই দাদা-পরদাদার কাছ থেইকা গালাগালি ইতরামী যা শিখে সব ব্লগে উগড়ায়া দেয়।
মডুরা নিক সেফ করার ব্যাপারে কঠোর অবস্থান নেয়া দরকার।
একই ভাবে মগবাজারী চাইমচা হোক , আর সুধাসদনের ঘেউ কুত্তাই হোক, সবগুলারে সমানে ব্যান করা উচিত।
সামুর শুভ সময় ফিরে আসুক।
ইতি
ভালো ব্লগিঙের ক্ষমতাহীন একজন সাধারন ব্লগার।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১১ রাত ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




