আমি বাউল নই সন্যাসি নই
আমাকে কোন সত্যজিত ভুতের রাজার বরে একটা রাজ্য বানিয়ে দেইনি
আমি ধনি নই আমি ভিখিরি নই আমি পুরোহিত নই আমি পন্ডিত নই
আমি কবি নই আমি লেখক নই
আমি হইত কখনো কখনো একজন শ্রোতা-
আমি হইত গাদাগাদি করে রাখা তুমুল ভিড়ের নার্সারিতে একটা উচিয়ে উঠা বুড়ো ডাল।
আমি রাত্রি নই-আমি আলোও নই
আমি হইত ঝড়ের রাতের চিমনি কালো হয়ে আসা একটা অনেক ভয়ে জ্বলতে থাকা হারিকেন।
আমি অশ্রু নই-আমি মুক্ত হাসি নই
আমি হইত কেবল উজ্জ্বল দু’টো চোখ
একটু ছুঁতেই হইত শুকনো পাপড়ির মতন ঝরে পরবে অনেক অনেক গর্জনহীন সমুদ্র।
আমার এক টুকরো আকাশ নেই-আমার কথা বলার অনেক শব্দ নেই-
আমার গল্প শুনতে চাওয়ার মত একটা মানুষ নেই-
আমার কথা বলার মত একটা লোক নেই
হইত যাও আছে তা অনেক খানি কামনা
আমার যা আছে তা হলো শুধু মাত্র কল্পনা
আর আমার যা আছে তা হলো একটা সুবিশাল গন্ডি-
আমার যা আছে তা হইত কেবলি বন্য একটা প্রেম।
আমার একজন প্রেমিকা নেই আমার-নিজের একটা গল্প নেই-
আমার লেখা একটাও প্রেমের কবিতা নেই-আমার কনো ইশ্বর নেই- আমার একটা খাঁচা নেই-
আমার একটা বন্ধু নেই আমার যা আছে তা হইত শুধুই অনেক অনেক প্রার্থনা
আমার যা আছে তা হইত শুধুই একটা স্বপ্ন-আমার যা আছে তা হইত নিছক একটা বন্ধুত্বের দীর্ঘশ্বাস-
আমার যা আছে তা হইত মিস্টি একটা তারপিনের গন্ধ ,
নিজেকে ফুরিয়েও তাই কারোর এটুক আনন্দের খোড়াক হতে পারিনাহ...
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১১ ভোর ৪:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




