উপুড় হয়ে যায় যদি এই পৃথীলোক
তবে কি উল্টে যাবে তোমার ছবি ,
কিংবা যারা বানে ভেসে যায়
ভরা আষাঢ়ে , তারা কি দেখতে পাবে
ঢেউয়ের রূপমহলে জিঘাংসার জরায়ু
আর বানরদের উল্লাসনৃত্য , যারা
সুদখোর পৃথিবীর হাতে জমা রাখছে
অন্য কোনো মানব জীবন।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৯ রাত ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




