বেদনার বীণা হাতে সুখ খুঁজি চাঁদের ললাটে। একটা পলাতক
পাখির সাথে সখ্যতা আমার।আমার নিজস্ব নির্বাসনের যে রাগ,
তা ছড়িয়ে রেখেছি ভূমির বিশদ বৃত্তে। যাও পলাতক পাখি ,যাও
নির্বাসিত মন ; একদার গৌরব নিয়ে পাশে থাকো রাত। আমি
নেবো আলোর শুশ্রূষা। কদম ফুলের সাথে দগ্ধ কথোপকথনে।
আর যারা বানভাসী , যারা ফিরে যেতে চায়
তাহাদের পদছাপ গোণে গোণে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




