শূন্য সংকেতগুলো ফিরে আসে আমার সমীপে। আমিই নমস্য
গ্রাহক। গ্রহণ করেছি বৃষ্টিতাঁতে বোনা ধানের ধনুক।আর তীর
ছুঁড়ে দিয়েছি সমুদ্রের দিকে। জলের কফিনে মোড়া স্বপ্নবাজ পাখি
আর মনুষ্য প্রজাতির বিভিন্ন শিল্পবিন্যাস দেখে জেনেছি , মূলত:
প্রশ্বাসের প্রস্থানই শূন্য আকাশের নাম। অমানিশা - সে আরেক
দুর্ভিক্ষ-ভূগোল। যে প্রান্তে বাস করে ঋতু আর দেহজ রক্তকমল !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




