ঘুম থেকে ওঠার পর ০১৯১১৩৩০৪৩২ থেকে পোন করে বল্লো আমি বাংলালিঙ্ক থেকে বলছি। আপমি ১,৫০,০০০০ টাকা পেয়েছেন। সারা দেশ থেকে ১০জনকে আমরা নির্বাচন করেছি, আপনি তাদের থাকে ১জন ভাগ্যবন। আপনি যদি টাকা পেতে চান তাহলে ০১৭৩৯৫৮৫৬৬২ নাম্বারে ৫০০০ টাকা লোড করে দিন। এবং বল্লো এটা ভ্যাট।
আর টাকাটা ১০মিনিটের মধ্য লোড করে দিতে। ১০মিনিটের মধ্য টাঁকা লোড না করলে আপনার নাম আমরা কেটে দিব।
তখন ব্যপারটা আমার কাছে খটকা লাগে, ১০মিনিটের মধ্য কেন এবং আরো বলে ব্যপারটা নিয়ে অনের সাথে কথা না বনতে।
আমি তখন বাংলালিং কাস্তোমার কেয়ারে ফোন দেই আর বলি কতোটুকু সত্য। তারা বলে সব মিথা। এবার আপনারা একটু সজাগ হন। আর ৫০০০টাকা রেডি করে রাখেন ১,৫০,০০০০ পাবার জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



