somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

প্রিয় আমি উদাসী, মেঘ ভালোবাসিবৃষ্টিতে ভেজে মন তাই রোদকে ডাকি।

আমার পরিসংখ্যান

মুক্তাদীর রহমান
quote icon
প্রিয় আমি উদাসী, মেঘ ভালোবাসি বৃষ্টিতে ভেজে মন তাই রোদকে ডাকি।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

শুধু বলতে চাই "ভালবাসি"

লিখেছেন মুক্তাদীর রহমান, ১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২১


ছবিঃ গুগোল থেকে

ছুঁয়েছিস কার আঙুল? কবে?
মুছেছিস স্মৃতির ফলক!
জানতে চাইনা কিছু
শুধু বলতে চাই "ভালবাসি"
ওরা বলবে আমি নির্লজ্জ
হয়তো তার থেকেও বেশি কিছু
আমার কিছুই যায় আসে না
কারণ আমি ভালবাসতে পটু
হিংসা, রাগ, ঘৃণাতে পটু না। বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২০০ বার পঠিত     like!

আমি আবার দেখা করতে চাই

লিখেছেন মুক্তাদীর রহমান, ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৪



তিস্তা নদীর উপর চাঁদের আলো
জলে আকাশের নীল ছাদ দৃশ্যমান
আমি তাকে অনেক ভালোবাসি।
শীতল বাতাস আঘাত হানছে হৃদয়ে
হ্যাঁ এটা কঠিন মনে হয়
মনে হয়না আজ রাতে আমি ঘুমাতে পারব
প্রতি মুহূর্তে আমি তাকে মিস করছি।
আমি আবার দেখা করতে চাই
আমি তাকে দেখতে চাই
আমি তাকে দেখতে চাই। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     like!

আজও তাই তোমারি আছি

লিখেছেন মুক্তাদীর রহমান, ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪১



এক হাত পকেটে
অন্য হাতে সিগারেট
ধোয়া উড়াই রাস্তায়,
শহুরে বারান্দায়।

এক কাপ চা
নিয়ে একরাশ হতাশা
বসেছি রাস্তায়।

দেয়া নেয়ার এ প্রথা
তাকে বলি ভালবাসা!
কবে ফিরবে সে আশা
আজ তা দূর-আশা।

ঝাপসা হয়ে যাচ্ছে আমার
সকাল সন্ধে মনের ভিতর
কথা দিয়ে চলে গেলে
ফিরবে বলে, ফিরলে না।

শ্বাস যায়, শ্বাস আসে
ফিরবে বলে বুকে জাগে আশা
বিশ্বাসে বিশ্বাস আছে বলেই,
প্রাণটা চলে যায়।
আশার ছলনায় ডুবে থাকি
আজও... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     like!

প্রেম এবং পরীক্ষা

লিখেছেন মুক্তাদীর রহমান, ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:১৮

|১|
সময় বলছে, বাবু অনেক দেরি হয়ে গেছে। আমি বললাম, আমাকে ভুল বুঝোনা লক্ষীটি। কিন্তু সে সাবেক প্রেমিকাগুলোর মতোই কঠিন। তবুও ঘন্টাখানেক অর্থহীন রোমান্স করছি বুড়ো বয়সী প্রেমের মতো। এমন সময় সাধু বাবার আগমন। বলল আসলে ব্যাপারটা মনের। ওর সাথে কিছু হবেনা তোর। ওকে ভুলে যা। ভালবাসা সবার জন্য না। আমি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬৫ বার পঠিত     like!

প্রিয়তম প্রিয়

লিখেছেন মুক্তাদীর রহমান, ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫১

একটা মেয়ে আমাকে ভালবাসে
সে আমার ছায়ার মতো
প্রতিদিন অনুসরণ করে
কখনো কাঁদে, কখনো হাসে।

আমি যদি একধাপ কাছে যাই
সে দু'ধাপ নিজেকে পিছনে নিবে
একটু এগিয়ে আসুন,
আর একটু কাছে

প্রিয় হতে হলে প্রিয়তম
কিছু অভিনয় জানতে হয়
তুমি তা জানো না
তুমি সত্যি বোকা। বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     like!

স্বর্গীয় পাখি

লিখেছেন মুক্তাদীর রহমান, ৩০ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৪৪

আশা করি, সীমানা পেরিয়ে যাব
যার সমাপ্তি অনিশ্চিত।
আয়ু ফুরিয়ে যাবে
মিশে যাব মাটিতে
শেষ হবে না ভালোবাসা।

আশা করি, স্বর্গীয় পাখি টার দেখা মিলবে
হাত বাড়িয়ে দিবে বন্ধুটি
সাগরের নীল জল আর আকাশের নীল
চোখের মণিকোঠায় ঠায় নিবে
ভরে যাবে বুক উষ্ণ ভালোবাসায়। বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     like!

ভালোবাসি

লিখেছেন মুক্তাদীর রহমান, ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৬


ছবিঃ the wow style

একটি জটিল কল্পনীয় অঙ্ক মিলিয়ে দিলে
শুধু একটি বার বলে, "ভালোবাসি"
হৃদয়ে প্রজাপতির রং ছড়িয়ে দিলে
শুধু একটি বার বলে, "ভালোবাসি"
আকাশের সব নীল মিশে দিলে সাগরের জলে
শুধু একটি বার বলে, "ভালোবাসি"

রংধনুর সাতরং এনে দিলে জীবনে
শুধু একটি বার বলে, "ভালোবাসি"
স্বপ্নগুলোকে ছুয়ে দেখার অনুমতি দিলে
শুধু একটি বার বলে, "ভালোবাসি"
অন্ধকার রাতটিকে স্মৃতিময় করে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩৪ বার পঠিত     like!

প্রতীক্ষা

লিখেছেন মুক্তাদীর রহমান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৬


ছবিঃ গুগোল থেকে

হঠাৎ, দেখা অচেনা শহরে
শেষ দেখা হয়েছিল কবে!
কে জানে? মনে নাই সেসবে
আমি দূর থেকেই দেখলাম তাকে
সে এখনো বেঁচে আছে
ছবি হয়ে, আমার চোখে।

অভিমানকে আড়াল করে
অপেক্ষা করেছি তোমার জন্যে
ফুল হয়ে, বৃষ্টি হয়ে।
এটাই তুমি
যার স্বপ্নে আমি বাঁচি
যাকে আমি ভালোবাসি।

চলে যাওয়ার আগে
একটু ছুঁয়ে দিও আমাকে
ঝরে পড়ার আগে
পূর্ণতা পেতে চাই, তোমার... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৭০ বার পঠিত     like!

তুমিময় ভালোবাসায় ছেয়ে যাক পৃথিবী

লিখেছেন মুক্তাদীর রহমান, ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২২

শহুরে আকাশে সন্ধা নেমে আসলে
অনুভূতিগুলো অন্ধকারে হারিয়ে গেলে
কিছু ভালোবাসা নিয়ে ফিরে এসো
উজ্জ্বল দিনের শুরুতে।

ভাঙা হৃদয়গুলো একাকী অনুভব করে
মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে
জীবন থেকে পালাতে পথ খোঁজে,
কেউ কেউ তারার পাশে
তারা হয়ে আশ্রয় নেয়,
শুধু কিছু একটা অর্থ দিতে।

তুমি ফিরে এসো
সেই হৃদয়গুলোর কাছে
একটা সুন্দর জীবন দিতে
কোনো একাকী রাতে।

হৃদয়ের উত্তাপে পুড়ে যাক বিরহ
খাঁটি হোক ভালোবাসা
ফিরে আসুক... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৭৬ বার পঠিত     like!

শুধু মাত্র তুমিঃ যাদুকরী মুহূর্ত

লিখেছেন মুক্তাদীর রহমান, ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৭


ছবিঃ ইন্টারনেট থেকে

ধরো, অনেক পথ ঘুরে
ক্লান্ত দিনের শেষে
স্বপ্নে আসা মেয়েটির সাথে দেখা।
মুখোমুখি দু'জন
চোখে চোখ রাখতেই উধাও হয়ে গেলে!
স্বর্গীয় শীতল বাতাস বইছে রক্তে
প্রশান্তিতে দু'চোখ বন্ধ হয়ে আসছে
ঠিক তখনি মেয়েটি তোমার হাত ধরে ফেললো।
তৎক্ষণিক, তোমার শরীরে তড়িৎ প্রবাহিত হলো
হৃদপিন্ডটাকে জোরে জোরে কয়েক বার ধাক্কা দিয়ে
হৃদস্পন্দন বাড়িয়ে দিলো।
মেয়েটি ঠোঁটের কোনে একটু হাসি
আর... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৬৯ বার পঠিত     like!

অদৃশ্য প্রেমিকের অনুভূতি

লিখেছেন মুক্তাদীর রহমান, ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৬

এতো ডাকি শুনছো না কেনো?
তুমি কি ঘুমিয়ে পড়েছ!
আচ্ছা, তুমি কি স্বপ্ন দেখ,
তোমার স্বপ্নে আমিও থাকি?
আমি সবসময় তোমার আশেপাশে থাকি
তুমি কি আমাকে অনুভব করোনা!
এইতো আমি দেখছি তোমাকে
তুমি পড়ছো আমার লেখা চিঠিগুলো
খোলাচুল মুখের দু'পাশে ছড়িয়ে
সত্যি, তুমি এখনো অনেক সুন্দর
মনেমনে আমাকে পাগল বলছো!
আজ আমি তোমার চোখে চোখ রেখেছি
দেখ... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     like!

ভেবে মরি!

লিখেছেন মুক্তাদীর রহমান, ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৮


ছবিঃগুগোল থেকে

কে আছে ওই নিরালায় বসে?
এ দেখি রাজকুমারী
আমারে গোপনে ডাকে বুঝি!
কিভাবে যাব তার কাছে?
বেলা ফুরানোর আগে!

আমায় দিতে হবে নদী পাড়ি
আমি যে জানিনা সাঁতার
এখন কি করি, কি করি?

একটা নৌকা ছিল আমার দাদার
সে তো অনেক আগেই গেছে চুরি
বাবা সে নৌকার খোঁজে সারাটা জীবন দিল পারি।

ও পাড়ে রাজকুমারী
বসে বসে দেখি চেয়ে,
ভাবি... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৯১ বার পঠিত     like!

যাদুকর হব

লিখেছেন মুক্তাদীর রহমান, ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮


আয়তনয়না রমনী উঁকি দিয়েছে মনের জানালায়
সেই থেকে এ জানালায় উদাসী হাওয়া বয়।
কবে যেন দেখেছিলাম তাকে তিস্তার বাকে
খোলা চুলে হাওয়া লাগিয়েছিল মনে
তারপর কত দিন, কত রাত কাটিয়েছি তিস্তার পারে।

আবার দেখা মিলে চাঁদনি রাতে
বেলকুনিতে দাড়িয়ে রাতের গন্ধ শুকতে
তারপর কত দিন,কত রাত পার করি বেলকুনির পাশে।

হঠাৎ একদিন গোধূলীর আলোতে বেলকুনিতে দেখা মিলে,
ত্নীক্ষ দৃষ্টিতে... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৪৩২ বার পঠিত     like!

মুঠোফোনে ফটোগ্রাফি ২

লিখেছেন মুক্তাদীর রহমান, ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩


ছবিঃ কামরাঙা ফুল


ছবিঃ মৎস্যচাষী


ছবিঃ হাঁস


ছবিঃগোধূলি লগনে তিস্তা নদী বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২৯৩ বার পঠিত     like!

একটুখানি ভালোবাসা দিও

লিখেছেন মুক্তাদীর রহমান, ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

যদি দেখা হয় তোমার স্নিগ্ধ চোখের সাথে
তুমি প্রশ্ন করোনা আমার ক্লান্ত চোখকে
কত আঁধার পার করেছো জেগে জেগে।

আমি খুঁজেছি তোমাকে বইয়ের পাতায় পাতায়,
খুঁজেছি তোমাকে প্রতিটি শব্দ, অক্ষরে,
খুঁজেছি বিদিশায়,ওই নীল সীমান্ত পারে।
পাইনিকো খুঁজে কোথাও তোমারে!

নীল রঙ তোমার চোখ ভেবে
কতবার ডুবে গেছি সাগর অতলে।
পাইনিকো কিছু, তাই হেঁটেছি আবার
জীবনানন্দের বনলতার পিছু।
সেও দেয়নিকো ধরা,
বারবার... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৯০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪১৯৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ