আবু মুস্তাফিজের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে না বলে ধার নিলাম শব্দটা। ডাইনোশুয়োর!
তো বলেন দেখি, ডাইনোশুয়োর নিয়ে কেমন লেকাপলা করেছেন আপনারা।
কোর্চেন লম্বর 01: ডাইনোশুয়োরের দল মোট কতবছর পৃথিবী শাসন করে?
ক. 40 মিলিয়ন।
খ. 85 মিলিয়ন।
গ. 140 মিলিয়ন।
কোর্চেন লম্বর 02: কোন আমলে ডাইনোশুয়োরদের ঠাটবাট ছিলো?
ক. ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটাশিয়াস।
খ. ডেভোনিয়ান, কার্বনিফেরাস, পার্মিয়ান।
গ. ক্যাম্ব্রিয়ান, অর্দোভিচিয়ান, সিলিউরিয়ান।
কোর্চেন লম্বর 03: দুনিয়া ঢুঁড়ে পুরাজীববিজ্ঞানীরা ডাইনোশুয়োরদের মোট কতগুলো প্রজাতির খবর পেয়েছে?
ক. প্রায় 300।
খ. প্রায় 450।
গ. প্রায় 800।
কোর্চেন লম্বর 04: কত বছর হলো ডাইনোশুয়োরের দল আর ক্ষমতায় নেই?
ক. 25 মিলিয়ন।
খ. 45 মিলিয়ন।
গ. 65 মিলিয়ন।
কোর্চেন লম্বর 05: জানামতে সবচে ভারি ডাইনোশুয়োর ছিলো আর্জেন্টিনোসরাস, মাননীয় যুগাযুগমন্ত্রীর থেকেও ভারি। ওজন কত ছিলো ব্যাটার, মানে আর্জেন্টিনোসরাসের?
ক. সমগ্র বাংলাদেশ 40 টন।
খ. সমগ্র বাংলাদেশ 70 টন।
গ. সমগ্র বাংলাদেশ 100 টন।
কোর্চেন লম্বর 06: বিজ্ঞানীরা মাইপা দেখছেন যে স্ট্রুথিওমাইমাস ছিলো সবচে ভালো লৌড়াইতে জানা ডাইনোশুয়োর, এমনকি শনিরাখড়ার এম্পির চেয়েও ভালো। বেগ কেমন ছিলো তার, মানে স্ট্রুথিওমাইমাসের?
ক. ঘন্টায় 30 কিমি।
খ. ঘন্টায় 50 কিমি।
গ. ঘন্টায় 80 কিমি।
ভয় নাই, ফেল করলেও জজবারিস্টার হইতে পারবেন, মানে এই পরীক্ষায়। উত্তর পরে বইলা দিমু, চিন্তার কী আছে? তবে এখন কে কী জানেন এট্টু বলেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



