নাগরিকব্লগে , অফসাইড '' এর '' এদের চিনে রাখুন,একদিন এরাই আপনাকে ছিড়ে-খুঁড়ে খাবে (প্রথম পর্ব) '' এর পরে ২য় পর্বের লিঙ্ক টাও দিয়ে যাচ্ছি সামুর ব্লগারদের জন্য। পোস্টটিতে করা একজন সহব্লগারের আরেকটি কমেন্ট-
অতঃপর আমি উহাদের-কে শাষক আর শোষিত নামে দুইটি সম্প্রদায়ে বিভক্ত করিয়া দিয়াছি। বিভক্ত করিয়া দিয়াছি মৃত্তকা উৎপন্য শষ্যরাজী ও তাঁর গর্ভ ফুঁড়ে বেরিয়ে আসা পানির ধারা-কে। শোষিতেরা উতপন্য করবে উতকৃষ্ট ফসল আর শাষকেরা তাহা ছিনাইয়া নিবে, প্রতিদানে শোষিতের পানির নল দিয়া বয়ে আসবে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি; আর বেঁচে থাকা হবে আজাবের স্বরূপ।
আপনি বলিয়া দিন, আমি এই দুই অংশের মিলনে "চামু" নামক আরো একটি বিচিত্র প্রজাতি সৃষ্টি করিয়াছি। উহাদের বসত হইবে শোষিতের পল্লীতে কিন্তু হৃদয় পরিপূর্ণ থাকিবে শাসকদের জয়গানে। খিঞ্জির-ও স্বজাতির গোস্ত ভক্ষক করেনা; অথচ আফসোস! চামু-দের সেই সন্মান দান করা হয় নাই। লেহন কার্যে পারদর্শী এইসব চামুরা বাঁচিয়া থাকিবে শাসকদের উচ্ছিষ্ট ভোজনে। স্বজাতির উপর নিষ্পেষণ কে জায়েজ করিবার প্রয়াসই হইবে উহাদের জীবিকার একমাত্র যোগ্যতা।
নিশ্চই দুর্বল আর নিষ্পেষিতদের জন্য জন্য রয়েছে ভয়ঙ্কর দুনিয়ার আজাব।
পুনর্বার বলি, কমেন্টটি অনেকটাই রম্য ধাঁচের হলেও, ঐশ্বরিক ওহী-র মতোই বার বার মনে এসেছে এরপর থেকে! আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমাদের দেশের আগামী দিনের কান্ডারিদের আমাদের চিনে রাখা দরকার, আর তাই এই লিংক্টি শেয়ার করলাম। পড়ে ফেলুন- আর চিনে রাখুন আপনার ভাবী ভাগ্যনিয়ন্তাকে-
'' এদের চিনে রাখুন,একদিন এরাই আপনাকে ছিড়ে-খুঁড়ে খাবে (২য় পর্ব) "
(উল্লেখ্য, ব্লগারদের কাছে এহেন কপি-পেস্টেড পোস্ট-এর জন্য দুঃখপ্রকাশ করছি; যদিও জানি এখানকার নীতিমালা কপি-পেস্টেড পোস্ট খারিজ করে না তারপর-ও এহেন পোস্ট হয়তো কারো কারো বিরক্তি উদ্রেক করতে পারে! কিন্তু, পুরো পোস্টটি পড়বার পর একটা দ্বায়িত্ববোধ থেকেই এটাকে ছড়াবার চেষ্টা করছি সবার ভেতরে; কেউ অখুশি হলেও!!!)
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১০ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



