রাজনীতি করা মানুষের অধিকার, মানুষ রাজনৈতিক দলকে সমর্থন করবে এটাও একটা রাষ্ট্রিয় অধিকার, তবে পেশাগত জীবনকে, যেখানে রাজনৈতিক মতবাদ সঠিক ভাবে দায়িত্ব পালনে বাধা দেয় সেখানে রাজনৈতিক মতাদর্শের চর্চা করা অনুচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হইতে হলে সরকারের পা চাটতে হয়, বেশ গভীর ভাবেই চাটতে হয়, এই চাটাচাটির কাজে যে যতটা পারদর্শি সে ততটা উপরে যায়। আনোয়ারুল্লাহ বাহার সাহেব তার মোলায়েম জিহবায় ভালোই চেটেছিলেন তাই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ থেকে অব্যাহতি দিয়ে তাকে সরকার বাহারাইনের পররাষ্ট্র দপ্তরের অধিকর্তা হিসেবে ট্রান্সপোর্ট করে দিয়েছেন সরকার বাহাদুর।
এই একই প্রক্রিয়ায় 1975 এ কিছু মানুষকে সরকারী প্রচেষ্টায় বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিলো। জাহাংগীর নগর বিশ্ববিদ্যালয়ের মানিক চন্দর, তাকে নিয়ে আওয়ামী লীগ সরকার বিব্রত হলো, 100 ধর্ষনের প্রতিদানে তাকে ইতালিলে পাঠিয়ে দেওয়া হলো। তবে এমন অন্যায়ের পৃষ্ঠপোষকতা আসলে ভুল খবর পাঠায়, অপরাধীদের অপরাধ প্রবনতা বাড়ে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



