মনটা ভেঙ্গে খান খান হয়ে গেছে। দুই মাস হয়েছে নকিয়া এন ৯৫ মোবাইলটা নিয়া ছিলাম। আমার অনেক দিনের শখ এইটা কিনার। কারোও কাছে হইতো মনে হবে খুব বিলাসিতা, অনেকের অনেক আজে বাজে শখ থাকে না। আমারটাও মনে করেন সেই রকম। তবে, বাপের টাকাই কিনি নাই। অনেক কষ্ট করে একটা একটা টাকা যোগার করে কিনেছি। তাই খুব বেশি কষ্ট লাগছে। মনে করে ছিলাম, ঈদে ঘুরবো আর মোবাইল দিয়ে ছবি তুলবো। কিন্ত, কি থেকে কি হয়ে গেল।
বাইরে কোথাও হারালে একটা কথা ছিল, বাসা থেকে কে যেন নিয়ে ফেলেছে। বাসাই আমরা তিন ভাই ছিলাম আর বুয়া ছিল। বাইরে থেকে কেউ আসে নাই, মনে হচ্ছে বুয়া নিছে। কিন্তু, সন্দেহ করে কি কাউকে কিছু বলা যাই? তারপরেও জিজ্ঞেস করলাম, বলল সে যে কোন কিছু ছুয়ে কসম খেয়ে বলতে পারবে সে মোবাইল নেয় নাই। তাই আর কিছু বললাম না, কি বলবো বলেন? এভাবে কাউকে কি জোর করা যায়? তাই বললাম, থানায় জিডি করেছি, পুলিশ আসলে কিন্তু খবর আছে। তাও কোন কাজ হয় নাই। তারপর আর কিছু বললাম না।
কিছু দিন আগে শুনলাম, একটা স্কোয়াড করছে মোবাইল চোর ধরার। IMEI কোডটা দিলে নাকি, এই মোবাইল কে ব্যাবহার করছে খুজে বের করতে পারে। এটা সম্পরকে কেউ কি কিছু জানেন? কোন ভাবে কি কেউ আমাকে সাহায্য করতে পারবেন?
আশা করি আপনাদের কাছ থেকে কিছু জানতে পারবো। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




