বৃষ্টি আসবে ভেবেই কেঁদে ছিলাম আমি
আমার কান্না তাই দেখনি তুমি
দেখেছো আমায় শুধু বৃষ্টিতে ভিজতে।
ইচ্ছে করেই তোমার কাছে হেরেছি আমি
আমার বোকামী দেখে হেসেছো তুমি,
পারনী আমার হ^দয়ের কথা বুঝতে
হাতের কাছে থেকেও স্বপ্ন ছিলে তুমি
স্বপ্ন ভাঙ্গার ভয়ে হাত বাড়াই নী আমি
আজীবনী হ^দয় দেবী তুমি থাকবে
কতখানী ভালবাসি পারবেনা জানতে. . . .

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



