জামায়াত শিবিরের মদদে শাহবাগে চলছে কোটা বিরোধী আন্দোলন। কথা হলো কোটা কি শুধু বাংলাদেশে আছে প্রতিবেশি রাষ্ট্র ভারতেও কোটা আছে। বিশ্বের অনেক দেশেই কোটা আছে।
আমার বাবা যখন জীবন বাজি রেখে যুদ্ধ করে ছিলো, তখন হয়ত এই আন্দোলনকারী অনেকের বাবাই রাজাকার ছিলো।
রাজাকারদের আস্ফালন কিছুতেই সহ্য করা হবেনা।
পবিত্র রোজার মাসে রাস্তা ঘাট বন্ধ করে যারা এমন আন্দোলন করছে তাদের চিন্হিত করে বিচারের ব্যবস্থা করা হোক।
কোটা কি শুধু মুক্তিযোদ্ধাদের সন্তানদেরই আছে?
প্রকৃত সত্য হলো ৩০% মুক্তিযোদ্ধা কোটা আছে। বাকি গুলো অন্যান্য।
আশা করছি শিবির আর রাজাকারদের মদদে চলা এই আন্দোলন বন্ধ করে দিবে সরকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



