Volcano পর্যবেক্ষন :-
> ২০১০ সালের মে মাসের শেষ সপ্তাহের পর্যবেক্ষন
১। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের নিকট লম্বক এ Volcano লাভা উৎগিরন হয় ২৩শে মে ২০১০ইং
তথ্যসূত্র :- ২৪শে মে ২০১০ এ "দৈনিক প্রথম আলো" এবং New Age।
২। গুয়েতে মালার Volcano এর অগ্নিপাত শুরু হয় ২৬মে ২০১০ইং
তথ্যসূত্র :- C.N.N News ২৮শে মে ২০১০ইং।
৩। হন্ডুরাস এর Volcano এর অগ্নিপাত শুরু হয় ১৭মে ২০১০ইং
তথ্যসূত্র :- C.N.N News ৩০শে মে ২০১০ এর প্রথম আলো।
ভূমিকম্পের পর্যবেক্ষন :-
১লা জুন এর নিকটবর্তী সময় মঙ্গলবার রাত ১টা ২১মিনিট (A.M) আন্দামানদ্বীপে রিকটার স্কেল ৬.৪ মাত্রা ভূমিকম্প আঘাত করে। এই ভূমিকম্পে intensity ছিল না। তাই কোন ক্ষতি হয় নাই।
নতুন ভূমিকম্পের পূর্বাভাস :-
আগামী ২০শে জুন ২০১০ইং রোজ রবিবার বিকাল বেলা রিকটার স্কেল ৬.৩ - ৬.৯ মাত্রা একটি ভূমিকম্প হতে পারে। এই ভূমিকম্পে intensity যুক্ত থাকবে। এই ভূমিকম্প সংঘটিত হবার প্রাথমিক সস্ভাব্য স্থান হল ইন্দোনেশিয়ার সুমাত্রাদ্বীপ, পেরু উত্তর অংশ, তাজাকিস্থান ও গ্রীস। Light Magnethg প্রযুক্তির মাধ্যমে ১৮ জুন ২০১০ তারিখের মধ্যে সঠিক স্থান ও সঠিক সময় সানাক্ত করা সম্ভব হবে। তবে পেরু উত্তর অংশ বেশী সাংক্রিতাশীল। জনগন ভূমিকম্প-এ আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া উচিত।
জয়
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১০ রাত ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





