ছোট বেলায় দিদার মুখে প্রায়ই শুনতাম কথাটা “শান্তির মা মইরা গেছে”, প্রথমে ভাবতাম শান্তি নামে হয়তো আমাদের কোন আত্মিয়া আছেন যার মা মারা গেছেন... পরে বুঝলাম কথাটার আসল মর্মার্থ ! আসলেই শান্তির মা সেই কবেই যে মারা গেছে, এখন সব জায়গায় চলতেছে অশান্তির রজত্ব !!
somewhereinblog এ এটাই আমার প্রথম লেখা... দুঃক্ষিত, তবুও শুরুটা করছি ইসরাইলের প্রতি ধ্বিক্কার জানিয়ে... এবং ধ্বিক্কার জানাই সকল অপরাজনীতি কে !
বড়ই আশা, শান্তির মা পূণর্জীবিত হোক ।
উপরের লেখাটি পোস্ট করার পর দেখতে দেখতে ৫ দিন পার হয়ে গেল ... বাড়ি ধ্বসে ২১+ এবং আগুনে ১১৭+ নিহত আর শত শত আহত... আর কত বাকি ? ঢাকার জন্য আরও ভয়াবহ কিছু অপেক্ষা করছে কি !!? সরল অংকের হিসাব বলে , অতিরিক্ত সময়ের খেলা চলছে ' ঢাকার '.. শেষ বাঁশি দিলো বলে !
“ শান্তির মা মইরা গেছে ” এখন চারিদিকে খালি কান্নার করূণ সুর ... সকল বিদেহি আত্মার মাগফিরাত কামনা করি সাথে সাথে আমরা যারা এখনো জীবিত তদের সকলেরও...
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১০ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




