বিডি নিউজ এখন অনলাইনে নিউজ বেচে বেচে আর মন ভরাইতে পারতেছে না,ব্লগিং কমিউনিটি তো বাংলাদেশে এখন মাশাল্লা পজিশনে
ব্লগের প্রকাশনা উতসব আজ বইমেলায় হবেঃ
নতুন এ ব্লগ সাইটে পডকাস্ট, স্থানীয় পর্যায় ভিত্তিক ওয়েব ও মোবাইল প্রযুক্তির সমন্বয় থাকবে। এছাড়া ব্লগারদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক গ্লোবাল ভয়েসের সঙ্গে যৌথভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ব্লগ ও সিটিজেন মিডিয়া কথোপকথন তুলে ধরবে।
অন্য সব ফিচারের সঙ্গে এখানে মোবাইল থেকে ছবি আপলোড বা ধারণকৃত ভিডিও এবং অডিও সরাসরি সম্প্রচারের মাধ্যমে তাৎক্ষণিক ঘটনার প্রকাশ করার ব্যবস্থা থাকছে।
ব্লগটির সহ-সম্পাদক আইরিন সুলতানা বলেন, "সিটিজেন জার্নালিজম ধারণাটি সারা বিশ্বেই দিনদিন জনপ্রিয় হচ্ছে এবং এখন বাংলা ব্লগসাইটগুলোতে এর চাহিদাও ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। ফলে সিটিজেন জার্নালিজম নির্ভর একটি পূর্ণাঙ্গ ব্লগসাইটের প্রয়োজনীয়তা এখন বেশ স্পষ্ট হয়ে উঠেছে।"
নতুন এ ব্লগ সাইটে পডকাস্ট, স্থানীয় পর্যায় ভিত্তিক ওয়েব ও মোবাইল প্রযুক্তির সমন্বয় থাকবে। এছাড়া ব্লগারদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক গ্লোবাল ভয়েসের সঙ্গে যৌথভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে ব্লগ ও সিটিজেন মিডিয়া কথোপকথন তুলে ধরবে।
বিশাল আয়োজন,প্রত্যেক জেলায় জেলায় নাকি প্রতিনিধি নিয়োগ হইবেক,বাংলা ব্লগের ইতিহাস নিয়া উইকিব্লগ হইবেক,ছবি ছাপা হইবেক,ভিডিও ছাপা হইবেক
ঠিকানাই তো দেয়া হলো নাঃচিটিজেন জার্নালিজম!
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




