আগেই বলে নেই এই সব নিয়ে আমার লেখার কোন ইচ্ছে ছিল না, কারণ আমি জানি আজকে আমরা সবাই শুধু মুরব্বীদের কথায় চলি, সেটা কুরআন হাদিসে আছে কিনা সেটা জানি না এবং জানার চেষ্টাও করি না। তাই এই সব লিখে তো আর কাজ হবে না তাই। কিন্তু সকালে দেখলাম এখানে অনেক গুলো পোস্ট দিল যে কুরআনে ঈদে মিলাদুন্নবি পালন করতে বলা হয়েছে, তারপর সে আয়াত মিলিয়ে দেখলাম না কুরআনে সেখানে ঈদে মিলাদুন্নবি'র কথা বলা হয়নি কিন্তু ওরা তার ভুল অনুবাদ এবং ব্যাখ্যা দিয়েছে। তাই সেটা আপনাদের সম্মুখে তাফসির সহ তুলে দিচ্ছি ,, [তাফসির ইবনে কাসির থেকে] ,
সবার কাছে অনুরোধ থাকবে, আমার কথা মানবেন না, মানবেন না তাদের কথাও। কারণ আমি ভুল বলতে পারি, তারাও ভুল বলতে পারে, কিন্তু কুরআন আপনাকে ভুল বলতে পারে না। তাই কুরআন পড়ুন বুঝুন, সে অনুয়ায়ী আমল করুন।
প্রথমে তাদের দেয়া আয়াতটা তুলে দিলাম, "এই প্রসংগে পবিত্র কালামুল্লাহ শরীফের সুরা আযহাবের ৫৬ নং আয়াত শরীফে ইরশাদ করেন,إِنَّ اللَّـهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا ﴿٥٦অর্থঃ "নিশ্চয় মহান আল্লাহ্পাক স্বয়ং এবং উনার ফিরিশতা আলাইহিমুস সালামগন সাইয়্যিদুল মুরসালিন,ইমামুল মুরসালিন,হাবীবুল্লাহ্ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি (উনার জন্য ঈদ বা খুশি প্রকাশ করে ) ছলাত পাঠ করে থাকেন।হে মুমিনগন ! আপনারাও সাইয়্যিদুল মুরসালিন,ইমামুল মুরসালিন,হাবীবুল্লাহ্ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি (উনাকে যে লাভ করলেন এই জন্য ঈদ বা খুশি প্রকাশ করে ) ছলাত পাঠ করুন এবং সালাম পেশ করুন অত্যান্ত আদবের সাথে।" "
এবার আসল আয়াতের অনুবাদ এবং তাফসির পড়ুন---
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




