আসসালামু আলাইকুম,
একটা টিভি মনিটর কিনতে চাচ্ছি, অনেক ঘুরে একটা পেলাম। Xtreme XTL061420 20Inch LED TV Monitor।
কিন্তু আমার ভালভাবে জানা দরকার এটা সাধারন এ্যান্টেনা দিয়ে বিটিভি চলবে কিনা। আমাদের গ্রামের বাড়িতে ডিশ লাইন আছে কিন্তু আমি চাই না ডিশ নিতে, কারন ডিশ লাইন নিলেই সাড়াদিন টিভিতে পড়ে থাকবে সবাই। ছোট বাচ্চাদের পড়ালেখা আর চলবে না।
যদি কারো কাছে এঁর চেয়ে কোন ভাল পরামর্শ থাকে , অবশ্যই তাকে সাধুবাদ জানাব। আপনাদের সবার মন্তব্যের অপেক্ষায় আছি।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



